পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তীব্র বাগ-বিতণ্ডাতেই রাজ্যসভায় পাশ কেন্দ্রের বিতর্কিত দিল্লি বিল - দিল্লি বিল

কোনও বাধা বিপত্তিতেই কাজ হল না ৷ রাজ্যসভায় পাশ হয়ে গেল দিল্লি নিয়ে কেন্দ্রের আনা বিতর্কিত বিল ৷ এর প্রতিবাদে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যায় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ৷

Centre's Delhi Bill Clears Rajya Sabha Amid Protests
তীব্র বাগ-বিতণ্ডা সত্ত্বেও রাজ্যসভায় পাশ কেন্দ্রের বিতর্কিত দিল্লি বিল

By

Published : Mar 25, 2021, 10:06 AM IST

নয়াদিল্লি, 25 মার্চ: দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশে আনা বিতর্কিত বিল তীব্র বাগ-বিতণ্ডার মধ্য়েই পাশ হয়ে গেল রাজ্যসভাতেও ৷ এর প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ৷ উচ্চকক্ষ ছেড়ে বেরিয়ে যায় দিল্লির শাসক দল আম আদমি পার্টিও ৷ একে ভারতীয় গণতন্ত্রের দুঃখের দিন বলে বর্ণনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

দ্য গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) বিল এখন আইনে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা ৷ এই বিল আইনে পরিণত হলে দিল্লি সরকার বলতে বোঝাবে লেফটেন্যান্ট গভর্নরকে এবং কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হলে দিল্লি সরকারকে তাঁর মতামত আবশ্যিকভাবে নিতে হবে ৷

এই বিল পাশ হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, "রাজ্যসভায় জিএনসিটিডি সংশোধিত বিল পাশ হয়েছে ৷ এটা ভারতীয় গণতন্ত্রের দুঃখের দিন ৷ মানুষের ক্ষমতা ফিরিয়ে আনতে আমরা লড়াই চালিয়ে যাব ৷ যতই বাধা আসুক, আমরা ভালো কাজ করে যাব ৷ কাজ থেমেও থাকবে না, তার গতি মন্থরও হবে না ৷"

বুধবার রাতে রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয়ে যায় এই বিল ৷ বিলটি নিয়ে ভোটাভুটি হলে তার পক্ষে পড়ে 83টি ভোট এবং বিপক্ষে পড়ে 45টি ভোট ৷ বিলটি পাশ হওয়ার ঠিক আগেই কংগ্রেস ওয়াক আউট করে বেরিয়ে যায় ৷ আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং-এর কটাক্ষ, "মহাভারতে যে ভাবে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, সংবিধানের সঙ্গেও সেই আচরণ করা হল ৷"

আরও পড়ুন:দিল্লি নিয়ে কেন্দ্রের বিল রুখতে রাজধানী ছুটলেন তৃণমূল সাংসদরা

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, শিব সেনা, ওয়াইএসআর কংগ্রেস, আকালি দল-সহ বিরোধী দলগুলির অধিকাংশই এই বিলের বিরোধিতা করে ৷ বিলটি পাশ হওয়া রুখতে বুধবারই তড়িঘড়ি তৃণমূলের রাজ্যসভার সব সাংসদরা দিল্লি ছুটে যান ৷ বিভিন্ন রাজ্যে ভোটের মুখে এই বিল নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার আর্জি জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি ৷

এই বিল পাশ হয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বলেছেন, "নির্বাচিত সরকারের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে এলজি-র হাতে তুলে দেওয়ার জন্য এই প্রক্রিয়া ৷ এটা সংবিধানবিরোধী ৷ এটা আইনে পরিণত হওয়া উচিত না ৷"

ABOUT THE AUTHOR

...view details