নয়াদিল্লি, 12 মার্চ: ভারতের পারিবারিক কাঠামো এবং ঐতিহ্যে সমকামী সম্পর্ক স্থাপন বা বিবাহ একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না (Centre on Same Sex Marriage) ! শীর্ষ আদালতে এই বিষয়ে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার ৷ সমকামী বিবাহে আইনি সিলমোহরের দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা রুজু হয়েছে ৷ আদালতে সেই আবেদনের বিরোধিতা করেছে মোদি সরকার ৷ তাদের মতে, সমকামী সম্পর্ক বা বিবাহ ভারতীয় নীতি এবং সামাজিক নৈতিকতার পরিপন্থী ৷
বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাতে বলা হয়েছে, বিপরীত লিঙ্গের দু'জন মানুষের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতেই বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় ৷ একটি পরিবারে একজন কর্তা থাকবেন, একজন কর্ত্রী থাকবেন এবং তাঁদের সন্তানরা থাকবে ৷ এটাই প্রচলিত নিয়ম ৷ সমকামী বিবাহে এমনটা সম্ভব নয় বলে একে ভারতীয় সমাজ জীবনে সমর্থন করাও সম্ভব নয় ৷ এমনটাই মনে করে কেন্দ্রের বর্তমান সরকার ৷