নয়াদিল্লি, 13 মার্চ: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কাছে আদানি গোষ্ঠীর ঋণের পরিমাণ ও ক্রেডিট এক্সপোজার কত (Loan and Credit Exposure of PSU to the Adani Group), তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকার করল করল অর্থমন্ত্রক ৷ 1934 সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট-কে (RBI Act 1934) উল্লেখ করে এই কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷
এই নিয়ে রাজ্যসভায় একটি প্রশ্ন তোলা হয়েছিল ৷ সেই প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন, 1934-এর 45ই ধারা অনুসারে আরবিআই কোনও ঋণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে না ৷ কারণ, ওই ধারা অনুযায়ী ব্যাংকের তরফে জমা দেওয়া ঋণ সংক্রান্ত যেকোনও তথ্য অত্যন্ত গোপনীয় বলে বিচার করা হয় ৷
তবে সীতারমন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলিতে আদানি গোষ্ঠীর ঋণ বা ক্রেডিট এক্সপোজারের পরিমাণ কত, তা নিয়ে তিনি জানান যে জীবন বিমা নিগম বা এলআইসি (LICI)-র আদানিদের কাছে ঋণের পরিমাণ 2022 এর 31 ডিসেম্বর ছিল 6,347.32 কোটি টাকা এবং 2023 সালের 5 মার্চ ছিল 6,182.64 কোটি টাকা ৷ একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংযোজন, ‘‘পাঁচটি রাষ্ট্রায়ত্ত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি জানিয়েছে যে তাদের আদানি গ্রুপের সংস্থাগুলির কাছে ঋণ বা ক্রেডিট এক্সপোজার নেই ৷’’