নিউদিল্লি, 31 মার্চ : ফের একবার আধার ও প্যানের সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র। আজ 31 মার্চই ছিল এই সংযুক্তিকরণের শেষদিন। শেষ মুহূর্তে সময়সীমা বাড়িয়ে চলতি বছরের 30 জুন করা হয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস।
এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, 31 মার্চের মধ্যেই আধার ও প্যানের সংযুক্তিকরণ করে ফেলতে হবে। এমনকি বিভিন্ন বিমা সংস্থার তরফে গ্রাহকদের কাছে বার্তা পাঠিয়ে বলা হয়েছিল, যদি প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে প্যানটি অকেজো ধরে নেওয়া হবে ৷ এবং পলিসির টাকা পাওয়ার সময় সমস্যা হবে ৷ টিডিএস রেটের উপরেও তার প্রভাব পড়তে পারে ৷ একই সঙ্গে 10 হাজার টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে ৷