পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Centre Advisory for Google: গুগলকে বেটিং কোম্পানিগুলির পরোক্ষ বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কেন্দ্রের

গুগল ইন্ডিয়াকে (Google India) বেটিং কোম্পানিগুলির পরোক্ষ বা সারোগেট বিজ্ঞাপন (Surrogate ads of betting companies) বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ গুগলকে সরকারের পরামর্শ মেনে চলতে বলা হয়েছে সেই নির্দেশিকা (Centre Advisory for Google)।

Centre asks Google to comply with advisory on surrogate ads of betting companies
গুগলকে জুয়া কোম্পানিগুলির বিকল্প বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কেন্দ্রের

By

Published : Dec 7, 2022, 2:57 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: গুগল ইন্ডিয়াকে (Google India) ভারতীয় ব্যবহারকারীদের জন্য বেটিং কোম্পানির সারোগেট বা পরোক্ষ বিজ্ঞাপন (Surrogate ads of betting companies) প্রদর্শন বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ এ বিষয়ে গুগলকে সরকারের পরামর্শ মেনে চলতে বলা হয়েছে (Centre Advisory for Google)।

একটি রিপোর্টে জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত সপ্তাহে একটি চিঠি পাঠিয়ে এই কোম্পানিকে অবিলম্বে সার্চ ফলাফল এবং ইউটিউবে বেটিং প্ল্যাটফর্মের সরাসরি ও পরোক্ষ সমস্ত বিজ্ঞাপন বন্ধ করতে বলেছে । সূত্র জানিয়েছে যে, টেক জায়ান্টকে কেন্দ্রের এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে ।

এর আগে, মন্ত্রক এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল ৷ সূত্রগুলি দাবি করে যে, টিভি চ্যানেল ও ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মগুলি অনলাইন বেটিং সংস্থাগুলির সারোগেট অ্যাড দেখানো বন্ধ করে দিয়েছে । তবে ইউটিউব ও গুগলে এ ধরনের অনেক বিজ্ঞাপন চলছে বলে নজরে আসে । কৌশলে ইঙ্গিতবাহী বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের প্রচারই হল সারোগেট বিজ্ঞাপন ৷

উপভোক্তাদের, বিশেষত যুবক এবং শিশুদের আর্থিক ও আর্থ-সামাজিক ঝুঁকির কথা বিবেচনা করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক 3 অক্টোবর দুটি নির্দেশিকা জারি করে ৷ একটি ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলির জন্য এবং অন্যটি ডিজিটাল সংবাদ প্রকাশক ও ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য ৷ সেই নির্দেশিকায় তাদের অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপন এবং এই ধরনের সাইটের সারোগেট বিজ্ঞাপন দেখানো থেকে বিরত থাকতে বলা হয় ৷

আরও পড়ুন:স্বাধীনতার 75 বছর পূর্তিতে গুগলের উপহার 'ইন্ডিয়া কি উড়ান' !

মন্ত্রক এর আগে চলতি বছরের 13 জুন একটি নির্দেশিকা জারি করেছিল সংবাদপত্র, বেসরকারি টিভি চ্যানেল এবং ডিজিটাল সংবাদ প্রকাশকদের জন্য ৷ সেখানেও অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন প্রকাশ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় ৷ মন্ত্রকের জারি করা নির্দেশিকাগুলিতে বলা হয়েছে যে, যেহেতু বাজি এবং জুয়া দেশের বেশিরভাগ অংশে বেআইনি, তাই এই বেটিং প্ল্যাটফর্মগুলির পাশাপাশি তাদের সারোগেটগুলির বিজ্ঞাপনগুলিও বেআইনি । মন্ত্রক আরও মনে করে যে, বেটিং-এর এই বিজ্ঞাপনগুলি উপভোক্তাদের, বিশেষত যুবক এবং শিশুদের আর্থিক এবং আর্থ-সামাজিক ঝুঁকির মুখে ফেলে দেয় ৷ বৃহত্তর জনস্বার্থে বিজ্ঞাপনের মাধ্যমে অফলাইন বা অনলাইন বেটিং প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র ।

ABOUT THE AUTHOR

...view details