নয়াদিল্লি, 7 ডিসেম্বর: গুগল ইন্ডিয়াকে (Google India) ভারতীয় ব্যবহারকারীদের জন্য বেটিং কোম্পানির সারোগেট বা পরোক্ষ বিজ্ঞাপন (Surrogate ads of betting companies) প্রদর্শন বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ এ বিষয়ে গুগলকে সরকারের পরামর্শ মেনে চলতে বলা হয়েছে (Centre Advisory for Google)।
একটি রিপোর্টে জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত সপ্তাহে একটি চিঠি পাঠিয়ে এই কোম্পানিকে অবিলম্বে সার্চ ফলাফল এবং ইউটিউবে বেটিং প্ল্যাটফর্মের সরাসরি ও পরোক্ষ সমস্ত বিজ্ঞাপন বন্ধ করতে বলেছে । সূত্র জানিয়েছে যে, টেক জায়ান্টকে কেন্দ্রের এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে ।
এর আগে, মন্ত্রক এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল ৷ সূত্রগুলি দাবি করে যে, টিভি চ্যানেল ও ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মগুলি অনলাইন বেটিং সংস্থাগুলির সারোগেট অ্যাড দেখানো বন্ধ করে দিয়েছে । তবে ইউটিউব ও গুগলে এ ধরনের অনেক বিজ্ঞাপন চলছে বলে নজরে আসে । কৌশলে ইঙ্গিতবাহী বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের প্রচারই হল সারোগেট বিজ্ঞাপন ৷
উপভোক্তাদের, বিশেষত যুবক এবং শিশুদের আর্থিক ও আর্থ-সামাজিক ঝুঁকির কথা বিবেচনা করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক 3 অক্টোবর দুটি নির্দেশিকা জারি করে ৷ একটি ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলির জন্য এবং অন্যটি ডিজিটাল সংবাদ প্রকাশক ও ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য ৷ সেই নির্দেশিকায় তাদের অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপন এবং এই ধরনের সাইটের সারোগেট বিজ্ঞাপন দেখানো থেকে বিরত থাকতে বলা হয় ৷
আরও পড়ুন:স্বাধীনতার 75 বছর পূর্তিতে গুগলের উপহার 'ইন্ডিয়া কি উড়ান' !
মন্ত্রক এর আগে চলতি বছরের 13 জুন একটি নির্দেশিকা জারি করেছিল সংবাদপত্র, বেসরকারি টিভি চ্যানেল এবং ডিজিটাল সংবাদ প্রকাশকদের জন্য ৷ সেখানেও অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন প্রকাশ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় ৷ মন্ত্রকের জারি করা নির্দেশিকাগুলিতে বলা হয়েছে যে, যেহেতু বাজি এবং জুয়া দেশের বেশিরভাগ অংশে বেআইনি, তাই এই বেটিং প্ল্যাটফর্মগুলির পাশাপাশি তাদের সারোগেটগুলির বিজ্ঞাপনগুলিও বেআইনি । মন্ত্রক আরও মনে করে যে, বেটিং-এর এই বিজ্ঞাপনগুলি উপভোক্তাদের, বিশেষত যুবক এবং শিশুদের আর্থিক এবং আর্থ-সামাজিক ঝুঁকির মুখে ফেলে দেয় ৷ বৃহত্তর জনস্বার্থে বিজ্ঞাপনের মাধ্যমে অফলাইন বা অনলাইন বেটিং প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র ।