বেলাগাভি (কর্ণাটক), 15 জানুয়ারি: প্রাণনাশের হুমকি দেওয়া হল কেন্দ্রীয় সড়ক মন্ত্রী (Union Highways Minister) নিতিন গড়করীকে ৷ গতকাল কর্ণাটকের (Karnataka jail) বেলাগাভি থেকে হুমকি ফোন পেয়েছেন তিনি (Gadkari Gets Death Threats)। বেলাগাভির হিন্দালাগা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক বন্দি গড়করীর মোবাইলে ফোন করে এবং তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর থেকে অর্থ দাবি করে বলে জানিয়েছে পুলিশ ৷
গোটা বিষয়টি মহারাষ্ট্রের নাগপুর পুলিশকে (Nagpur police) জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari News)৷ নাগপুর পুলিশ গতকাল অভিযুক্তের খোঁজে হিন্দলাগা সংশোধনাগারে যায় । রবিবার দ্বিতীয় দিনেও তল্লাশি অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে । হিন্দালাগা সংশোধনাগারের কোন বন্দি হুমকি ফোনটি করেছিল তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ৷
কোলাপুর, সাংলি এবং বেলাগাভি সিটি পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করছে নাগপুর পুলিশকে । শনিবার সন্ধ্যাতেও পুলিশ তিন ঘণ্টা ধরে সংশোধনাগারে তল্লাশি চালায় । অভিযুক্তদের খুঁজে বের করতে দ্বিতীয় দিনেও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ । হুমকি ফোনের পর শনিবার মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করীর বাসভবন ও অফিসে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ।