পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Foreign Direct Investment : টেলিকম ক্ষেত্রে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের - টেলিকম ক্ষেত্র

টেলিকম ক্ষেত্রে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার ৷ আগে এই পরিমাণ ছিল 49 শতাংশ ৷ সরকারের আশা, এতে চাঙ্গা হবে দেশের অর্থনীতি ৷ উপকৃত হবেন গ্রাহকরা ৷

center approves 100 percent Foreign Direct Investment in telecom sector
Foreign Direct Investment : টেলিকম ক্ষেত্রে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের

By

Published : Sep 15, 2021, 8:24 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর :দেশের টেলিকম ক্ষেত্রকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ ভারত সরকারের ৷ বিমানবন্দর ও খুচরো ব্যবসার পর টেলিকমেও 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (Foreign Direct Investment) দরজা খুলে দিল কেন্দ্র ৷ এতদিন এই ক্ষেত্রে সরাসরি 49 শতাংশ এফডিআই-এর ছাড়পত্র ছিল ৷ এবার সেটা বাড়িয়েই করা হল 100 শতাংশ ৷ বুধবার সরকারের নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি জানিয়েছেন, ‘‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া মেনে মাধ্যমেই টেলিকমে 100 শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন :Ford Motor : ভারতে দু’টি কারখানাই বন্ধ করছে ফোর্ড, বাজারে মিলবে আমদানি করা মডেল

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ভারতে খুচরো ব্যবসা, বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদন, কয়লা উত্তোলনের মতো বেশ কিছু ক্ষেত্রে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন ছিল ৷ উল্লেখ্য, ভারতের বিভিন্ন ক্ষেত্রে এফডিআই চালু নিয়ে নানা সময় বিরোধের মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারগুলিকে ৷ ড. মনমোহন সিং (Manmohan Singh) প্রধানমন্ত্রী থাকাকালীন খুচরো ব্যবসায় 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেয় ইউপিএ সরকার ৷ এর প্রতিবাদে ইউপিএ-র সঙ্গ ছাড়ে তৃণমূল কংগ্রেস ৷ পরবর্তীতে নরেন্দ্র মোদির আমলেও কয়লা উত্তোলনে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রতিবাদে সরব হন বিরোধীরা ৷

তবে বিরোধীরা যাই বলুন, সরকারের আশা, 100 শতাংশ এফডিআই-এর দরজা খুলে যাওয়ায় আখেরে লাভ হবে আমজনতারই ৷ এই প্রসঙ্গে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘এর ফলে দেশে কাজের সুযোগ বাড়বে ৷ বিভিন্ন সংস্থার মধ্যে সুস্থ প্রতিযোগিতা শুরু হবে ৷ গ্রাহকদেরও স্বার্থরক্ষা নিশ্চিত হবে ৷ টেলিকম ক্ষেত্রে বিনিয়োগ বাড়ার পাশাপাশি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিরও বোঝা লাঘব হবে ৷’’

আরও পড়ুন :GDP growth : অর্থনীতিতে আশার আলো, একলাফে জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

প্রসঙ্গত, এর আগে 2021-এরই প্রথম দিকে বিমা ক্ষেত্রে এফডিআই-এর পরিমাণ 49 শতাংশ থেকে বাড়িয়ে 74 শতাংশ করে দেওয়া হয় ৷ যার বিরোধিতায় সরব হয় সমস্ত বিরোধী দল ৷ তাদের অভিযোগ, সরকার এভাবেই দেশের সমস্ত সরকারি সম্পদকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে ৷ বিশেষত বিমার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এফডিআই বাড়ালে তাতে দেশীয় বিভিন্ন পরিসরে বিদেশি হস্তক্ষেপ বাড়বে বলেও আশঙ্কা রয়েছে ৷ যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে, কেন্দ্রের এইসব পদক্ষেপ আদতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেশের অর্থনীতিকেই চাঙ্গা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details