নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর :দেশের টেলিকম ক্ষেত্রকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ ভারত সরকারের ৷ বিমানবন্দর ও খুচরো ব্যবসার পর টেলিকমেও 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (Foreign Direct Investment) দরজা খুলে দিল কেন্দ্র ৷ এতদিন এই ক্ষেত্রে সরাসরি 49 শতাংশ এফডিআই-এর ছাড়পত্র ছিল ৷ এবার সেটা বাড়িয়েই করা হল 100 শতাংশ ৷ বুধবার সরকারের নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি জানিয়েছেন, ‘‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া মেনে মাধ্যমেই টেলিকমে 100 শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
আরও পড়ুন :Ford Motor : ভারতে দু’টি কারখানাই বন্ধ করছে ফোর্ড, বাজারে মিলবে আমদানি করা মডেল
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ভারতে খুচরো ব্যবসা, বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদন, কয়লা উত্তোলনের মতো বেশ কিছু ক্ষেত্রে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন ছিল ৷ উল্লেখ্য, ভারতের বিভিন্ন ক্ষেত্রে এফডিআই চালু নিয়ে নানা সময় বিরোধের মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারগুলিকে ৷ ড. মনমোহন সিং (Manmohan Singh) প্রধানমন্ত্রী থাকাকালীন খুচরো ব্যবসায় 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেয় ইউপিএ সরকার ৷ এর প্রতিবাদে ইউপিএ-র সঙ্গ ছাড়ে তৃণমূল কংগ্রেস ৷ পরবর্তীতে নরেন্দ্র মোদির আমলেও কয়লা উত্তোলনে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রতিবাদে সরব হন বিরোধীরা ৷