পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBI summons Satya Pal Malik: পুলওয়ামা নিয়ে মুখ খোলার জের, সত্যপাল মালিককে তলব সিবিআইয়ের

রিলায়েন্স ইনস্যুরেন্স ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য সত্যপাল মালিককে ডেকে পাঠাল সিবিআই। রাজস্থানে থাকার দরুণ এই মুহূর্তে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারছেন বলে জানান মালিক ৷

By

Published : Apr 21, 2023, 8:58 PM IST

Updated : Apr 21, 2023, 9:22 PM IST

Etv Bharat
সত্যপাল মালিককে তলব সিবিআইয়ের

নয়াদিল্লি, 21 এপ্রিল: পুলওয়ামা নিয়ে সরব হতেই সিবিআইয়ের ব়্যাডারে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক ৷ যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, কেন্দ্রশাসিত অঞ্চলে একটি বীমা কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছে । শুক্রবার সত্যপাল মালিক নিজেই জানিয়েছেন, বীমা কেলেঙ্কারির বিষয়ে সিবিআই তাঁর থেকে 'কিছু বিষয় স্পষ্ট' হতে চেয়েছে ৷ পাশাপাশি আগামী 27 বা 28 এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷

এদিন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, "সিবিআই আমার কাছে কিছু স্পষ্টিকরণ চেয়েছে। বর্তমানে, আমি রাজস্থানে যাচ্ছি। সেকারণে, আমি তাদের জানিয়েছি, আগামী 27 অথবা 28 এপ্রিল তাদের সঙ্গে কথা বলব ৷" উল্লেখ্য, 2022 সালে বীমা কেলেঙ্কারির বিষয়ে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। জম্মুতে কিরু জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত দুটি বীমা কোম্পানি এবং দুই হাজার 200 কোটি টাকার কাজের চুক্তি প্রদানের ক্ষেত্রে মালিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ ইতিমধ্যে সিবিআই দুটি এফআইআর নথিভুক্তও করেছে।

সিবিআই এফআইআর-এ অভিযুক্ত হিসাবে দুটি সংস্থা রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স এবং ট্রিনিটি ব্রোকার্স লিমিটেডের নামও উল্লেখ করেছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিতর্কিত এই স্বাস্থ্য বীমা প্রকল্পটি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক অগস্ট 2018 সালে অনুমোদন করেছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তির সময় একাধিক ত্রুটিগুলিও সামনে এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন: পেনশন সংগ্রহে খালি পায়ে ব্যাংকের পথে বৃদ্ধা, এসবিআই-কে মানবিক হতে বললেন সীতারমন

পাশাপাশি টেন্ডারের প্রক্রিয়া অনলাইনে হয়নি বলেও অভিযোগ। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যে আগে করতে হবে বলে যে শর্ত ছিল তাও তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। সেই সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী কোম্পানির পাঁচ হাজার কোটি টাকার টার্নওভারও এক্ষেত্রে মানা হয়নি। সেই সঙ্গে আরও জানা গিয়েছেে, বিজেপি নেতা রাম মাধবের পক্ষ থেকে রিলায়েন্সের একটি প্রকল্প পাশ করানোর জন্য তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপালকে চাপ দেওয়া হয়েছিল। যা খারিজ করে দিয়েছিলেন সত্যপাল মালিক। সেই ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে সিবিআই সমন পাঠিয়েছে। সমালোচকরা অবশ্য বলছেন, পুলওয়ামা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই তাঁকে আচমকা এই সিবিআই নোটিশ ৷ তবে এই আশঙ্কা আগেই করেছিলেন সত্যপাল মালিক ৷

Last Updated : Apr 21, 2023, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details