নয়াদিল্লি, 29 ডিসেম্বর: আইসিআইসিআই ব্যাংক ঋণ দুর্নীতির মামলায় (ICICI Bank Loan Fraud Case) ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচার (Chanda Kochhar) ও তাঁর স্বামী দীপক কোচারের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত (Judicial Custody for Chanda Kochhar)৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সিবিআই আদালত ৷ একই সঙ্গে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ভিডিওকনের প্রতিষ্ঠাতা বেণুগোপাল ধূতকেও (Venugopal Dhoot) ৷
এই আর্থিক দুর্নীতির মামলায় গত শুক্রবার ছন্দা কোচার ও তাঁর স্বামীকে গ্রেফতার করে সিবিআই ৷ সোমবার গ্রেফতার করা হয় ভিডিওকন গোষ্ঠার কর্ণধার বেণুগোপাল ধূতকেও (Venugopal Dhoot in Judicial Custody) ৷ বৃহস্পতিবার পর্যন্ত তাদের সিবিআই ফেজাতে থাকার নির্দেশ দেয় আদালত ৷ আর এদিন এই তিনজনেরই জেল হেফাজত হল (CBI court sends Chanda Kochhar and other accused to 14 days Judicial Custody)৷