নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর:'ক্যাচ মি ইফ ইউ ক্যান...৷' মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে সংসদে এই বিখ্যাত গানকেই হাতিয়ার করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ বুধবার কিংবদন্তি বক্সার মহম্মদ আলিকে উৎসর্গ করে এই গানের কলি টেনে আনেন তিনি ৷ চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির দিকে ৷ লোকসভায় বক্তব্য রাখার সময় তিনি আজ স্মরণ করিয়ে দিয়েছেন যে, অনেক আগেই, সেই গত লোকসভা নির্বাচনের সময় মহিলাদের জন্য 40 শতাংশ সংরক্ষণ করেছে তাঁর দল ৷
এ দিন কাকলি বলেন, "ক্যাচ মি ইফ ইউ ক্যান (যদি পারেন আমাকে ধরুন), এখানকার সমস্ত রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ধরুন (অনুসরণ করুন) এবং এটিকে (মহিলাদের জন্য সংরক্ষণ) 33 শতাংশ নয়, 40 শতাংশ করুন ৷"
লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় এ কথা বলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ৷ তিনি আরও বলেন, তিনি কিংবদন্তি বক্সার ক্যাসিয়াস ক্লে-কে উৎসর্গ করে জনপ্রিয় গানের কথা উল্লেখ করেছেন, যে বস্কার তাঁর নাম পরিবর্তন করে মহম্মদ আলি রেখেছিলেন । তৃণমূল নেত্রী তথা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের সাধারণ নির্বাচনে রাজ্যের 42টি লোকসভা আসনে 40 শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার কথা উল্লেখ করেছিলেন ।