শ্রীনগর, 16 জুলাই:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত ফ্রান্স সফর মুখে হাসি ফুটিয়েছে কাশ্মীরের সিল্ক কার্পেট প্রস্তুতকারীদের মুখে ৷ তাঁর এই ফ্রান্স সফরে সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতিকে কাশ্মীরে তৈরি কার্পেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এতে খুশি এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা ৷
শ্রীনগরে কার্পেট তৈরির কারখানা আছে শাহনাওয়াজ আহমেদ সোফির ৷ তাঁর মতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কাশ্মীর উপত্যকার শাল ও কার্পেট ব্যবসার বৃদ্ধিতে সহায়ক হবে ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসী ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতিকে কাশ্মীরে তৈরি কার্পেট উপহার দিয়েছেন, এটা খুবই ভালো পদক্ষেপ ৷ এর ফলে কাশ্মীরের হস্তশিল্প লাভবান হবে ৷" তিনি আরও জানিয়েছেন, এরফলে কার্পেট শিল্পীরা আরও ভালো মানের কাপের তৈরিতে উৎসাহ পাবেন ৷ জানা গিয়েছে, ফ্রান্সে উপহার স্বরূপ যে কার্পেটটি নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটি 'রয়্যাল তাজ' নকশার ৷ কাশ্মীরের খ্যাতনামা কার্পেট শিল্পীরা এই নকশার কার্পেট তৈরি করে থাকেন ৷