হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমর্থনে এবার কার ব়্যালি করলেন তথ্য-প্রযুক্তি কর্মীরা ৷ শনিবার হায়দরাবাদে এই কার ব়্যালির আয়োজন করা হয় ৷ নানাকরামগুডার আউটার রিং রোড জংশন থেকে এই ব়্যালির সূচনা হয় ৷ এদিন সন্ধ্যা পর্যন্ত এই ব়্যালি হয় ৷ তবে পুলিশের তরফে প্রথমে এই কর্মসূচির অনুমতি এদিন দেওয়া হয়নি ৷ পরে প্রতিটি গাড়ি পরীক্ষা করার পর ওই কর্মসূচিতে অনুমতি দেয় পুলিশ ৷ তবে ব়্যালি শুরু হলে ওই রুটে পর্যাপ্ত নিরাপত্তার আয়োজন করা হয় ৷ তবে এদিন পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ এই প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ব়্যালির উদ্যোক্তারা ৷
এই কার ব়্যালি থেকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর দ্রুত মুক্তির দাবিতে স্লোগানও ওঠে ৷ পাঠানচেরু এলাকা থেকে পুলিশ 9 জন টিডিপি সমর্থককে গ্রেফতার করে এদিন ৷ দেশের অন্যতম তথ্য-প্রযুক্তি হাব বলে পরিচিত হায়দরাবাদ ৷ চন্দ্রবাবুর মুখ্যমন্ত্রীত্বকালেই এখানে এখানে একের পর বড় তথ্য-প্রযুক্তি অফিস গড়ে ওঠে ৷
এর পাশাপাশি এদিন হায়দরাবাদে চন্দ্রবাবু নাইডুর সমর্থনে এক বড় বিক্ষোভ মিছিলেরও আয়োজন করা হয় ৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে কুকাটপল্লীর প্রগতিনগর এলাকায় এই বিক্ষোভ মিছিল হয় ৷ মিছিল থেকে চন্দ্রবাবুর মুক্তির দাবিতে স্লোগানও ওঠে ৷ মিথিলানগর হয়ে আম্বির লেক পর্যন্ত এই মিছিল হয় ৷ অভিনেতা নন্দমুরি চৈতন্য কিষ্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন ৷