নয়াদিল্লি, 28 জানুয়ারি: দিল্লির রাজপথে ফের কাঞ্ঝাওয়ালা-কাণ্ডের পুনরাবৃত্তি ৷ স্কুটারচালক এক যুবকে ধাক্কা মারল গাড়ি ৷ তারপর তাঁকে প্রায় 300 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে দিল্লির কেশবপুরম এলাকায় (Car Drags Scooter Rider Over 300 Meter in Delhi) ৷ ঘটনায় স্কুটারে সওয়ার আরেক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ গত বৃহস্পতিবার রাতের ঘটনায় পেট্রলিংয়ে থাকা পুলিশ ঘাতক গাড়িটিকে থামায় ৷ চালক-সহ 2 জনকে গ্রেফতার করেছে ৷ গাড়িতে থাকা আরও 3 জন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থাতাতেই এই কাণ্ড ঘটিয়েছে 5 যুবক ।
উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার উষা রঙ্গনানি জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির কেশবপুরম এলাকার প্রেরণা চকে একটি গাড়ির সঙ্গে স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাটি এই এলাকায় টহলদারি পুলিশের সামনেই হয় ৷ টহলদারি পুলিশের রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, স্কুটারের পিছনে সওয়ার ব্যক্তি ধাক্কার অভিঘাতে হাওয়ায় উড়ে যান এবং মাটিতে আছড়ে পড়েন ৷ আর স্কুটার চালক যুবকের মাথা গাড়ির বনেট ও উইন্ডশিল্ডের মাঝে আটকে যায় ৷