জম্মু, 18 অক্টোবর: বিএসএফ জওয়ানদের নিশানা করে গুলি চালাল পাক সেনা ৷ এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মুর ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের আরনিয়া সেক্টরে ৷ এই গুলি চালনার সঠিক কারণ অবশ্য জানা যায়নি ৷
সরকারি হাসপাতালে ওই দুই জখম বিএসএফ জওয়ানের চিকিৎসা চলছে ৷ তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ ঘটনায় বিএসএফের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে সরকারি সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, সীমান্তে গুলির লড়াইয়ের জেরেই ওই দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন ৷
সরকারি সূত্র বুধবার আরও জানিয়েছে, জম্মুর আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে ৷ এতে দু'জন বিএসএফ জওয়ানের গায়ে গুলি লাগে ৷ মঙ্গলবার পাকিস্তানের সেনারা গুলি চালাতে শুরু করে ৷ সেই সময় আরনিয়া সেক্টরের বিক্রম পোস্টে বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিল ৷ পাকিস্তানের গুলির জবাবে ভারতীয় জওয়ানরাও গুলি চালাতে শুরু করে ৷ আহত দুই জওয়ানকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷