জম্মু, 1 এপ্রিল: পাকিস্তানের সীমান্তের ওপার থেকে ফের ড্রোন উড়ে এল শুক্রবার গভীর রাতে ৷ সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ে আসতে দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে বিএসএফের তরফে গুলি চালিয়ে ড্রোনটি নামানোর চেষ্টা করা হয় ৷ ঘটনাটি ঘটেছে জম্মুর রামগড় এলাকার কাছে ৷
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বিএসএফ ৷ ড্রোনটি ভারতের দিকে পড়েছে কি না, সেটাই খুঁজে দেখা হচ্ছে ৷ বিএসএফের তরফে জানানো হয়েছে, ওই ড্রোনে মাদক বা অস্ত্র পাচার করা হচ্ছিল কি না, তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে ৷
বিএসএফের তরফে জানানো হয়েছে যে শুক্রবার রাত 12টা 15 মিনিট নাগাদ একটি সন্দেহজনক আলো দেখতে পান বিএসফের জওয়ানরা ৷ আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মুর রামগড় এলাকায় সেটি দেখতে পেয়ে জওয়ানদের ড্রোন বলে সন্দেহ হয় ৷ তাঁরা সঙ্গে সঙ্গে গুলি চালান ৷ কিছুক্ষণ পর থেকে আর আলো দেখা যায়নি ৷ বিএসএফের ধারণা, হয় ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরিয়ে নেওয়া হয়েছে ৷ অথবা ভারতের সীমানার মধ্যে ভেঙে পড়েছে ৷ সেই কারণেই শবিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয় ৷