পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Suspected Pakistani Drones : ভারত পাকিস্তান সীমান্তে সন্দেহজনক পাকিস্তানি ড্রোন, গুলি চালাল বিএসএফ - Bhindi Saidan News

ভারতের আকাশে ড্রোনের আনাগোনা । মনে করা হচ্ছে সেগুলি পাকিস্তানি ড্রোন । ঘন কুয়াশার সুযোগে সেগুলির মাধ্যমে পাচার হচ্ছে মাদক দ্রব্য, অস্ত্র (BSF fires at suspected drones) ।

Suspected Pakistani Drone in India
Pakistani drone in foggy morning

By

Published : Jan 29, 2022, 11:00 AM IST

ভিন্দি সাইদান, 29 জানুয়ারি : ভারত-পাক সীমান্তে সন্দেহজনক ড্রোন । আর তা দেখে গুলি চালাল সীমান্তরক্ষী বাহিনী । শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ভিন্দি সাইদান থানা এলাকায় । তবে ড্রোনটি পাকিস্তানে ফিরে গিয়েছে (BSF fires at drones at Indo Pak border) ।

শুক্রবার গভীর রাতে ভিন্দি সাইদান থানার (Bhindi Saidan) অন্তর্গত বিওপি টাওয়ারে বিএসএফের 183 ব্যাটেলিয়ন ওই এলাকায় আকাশে একাধিক সন্দেহজনক ড্রোন দেখতে পায় । তারপরই তারা গুলি চালিয়ে ফিরিয়ে দেয় সন্দেহজনক ড্রোনগুলিকে । বিএসএফ জওয়ান, পুলিশ আধিকারিক এবং নিরাপত্তা সংস্থার মিলিত দল ওই অঞ্চলে যৌথ ভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে ।

আরও পড়ুন : Arms recovered : পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঠানো বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার জম্মুতে

বিগত বেশ কিছুদিন ধরে সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকছে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী ভিন্দি সাইদান থানা এলাকা ৷ মনে করা হচ্ছে, হয়তো তারই সুযোগ নিচ্ছে পাকিস্তানের চোরাকারবারিরা । ড্রোনের মাধ্যমে তারা হিরোইন জাতীয় মাদক দ্রব্য আর অস্ত্র পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details