বনাসকাঁথা (গুজরাত), 5 এপ্রিল: গুজরাতের বনাসকাঁথা জেলার আন্তর্জাতিক সীমান্তে মঙ্গলবার বিএসএফের জওয়ানরা একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে ৷ অভিযুক্তকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নগরপারকারের বাসিন্দা দয়া রাম হিসাবে চিহ্নিত করা হয়েছে । বিএসএফের তরফে বিবৃতি দিয়ে এই তথ্য দেওয়া হয়েছে ৷
বিএসএফ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্তকে জেরা করা হবে ৷ এদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে, “গত 4 এপ্রিল বনাসকাঁথা জেলার নাদেশ্বরীতে বিএসএফ জওয়ানরা এক পাকিস্তানি নাগরিককে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার অতিক্রম করতে দেখেন । নাদেশ্বরী সীমান্ত ফাঁড়ির কাছে কাঁটাতারের গেটে উঠতে দেখা মাত্রই তাকে আটক করা হয় ।’’
প্রসঙ্গ, ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ধরা বা গুলি করে হত্যার এরকম বেশ কয়েকটি ঘটনা অতীতে রিপোর্ট করা হয়েছে । গত বছর ডিসেম্বরে পাকিস্তান থেকে রাজস্থানে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত হয় । ঘটনাটি ঘটে রাজস্থানের শ্রী গঙ্গানগরের হারমুখ চেকপোস্টের কাছে 14 এস গ্রামে । পাক রেঞ্জার্স তখন মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করে বলেও সূত্র মারফত জানা গিয়েছিল ৷