হায়দরাবাদ, 15 অক্টোবর: বিধানসভা ভোটে লড়াইয়ের ময়দানে একাধিক জনমোহিনী প্রতিশ্রুতি দেখা গেল বিআরএস-এর ইস্তেহারে ৷ যার মধ্যে অবশ্যই সামাজিক নিরাপত্তা পেনশনের পরিমাণ বাড়ানো, কৃষকদের জন্য 'রাইথু বন্ধু' বিনিয়োগ সহায়তা প্রকল্পের অধীনে প্রদত্ত আর্থিক সহায়তা বাড়ানো এবং প্রতিটি এলপিজি সিলিন্ডার 400 টাকায় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের দল।
আগামী 30 নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে রবিবার দলীয় ইস্তেহার প্রকাশ করে বিআরএস ৷ ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন দলের প্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ এদিন ইস্তেহার প্রকাশের পর তিনি বলেন, "রাজ্যে দারিদ্র্য সীমার (বিপিএল) নীচে বসবাসকারী সমস্ত 93 লক্ষ পরিবারকে পাঁচ লক্ষ টাকার জীবন বীমা কভার দেওয়া হবে ৷" এক্ষেত্রে রাজ্য সরকার সেই যাবতীয় প্রিমিয়ামের খরচ বহন করবে বলেও জানান রাও ৷ কেসিআর বলেন, "সামাজিক নিরাপত্তা পেনশন, যা বর্তমানে দুই হাজার 16 টাকায় দাঁড়িয়ে আছে, আগামী পাঁচ বছরে তা ধীরে ধীরে প্রতি মাসে পাঁচ হাজার টাকায় উন্নীত করা হবে।"
ইস্তেহার অনুযায়ী, বিআরএস ক্ষমতায় ফিরে আসার পর প্রথম বছরে তা বাড়িয়ে তিন হাজার 16 টাকা করা হবে ৷ পরবর্তী চার বছরে ক্রমবর্ধমানভাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত উন্নীত করা হবে। একইভাবে, প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশন বর্তমানে চার হাজার 16 টাকা থেকে আগামী পাঁচ বছরে ছয় হাজার 16 টাকায় উন্নীত করা হবে। অন্যদিকে, 'রাইথু বন্ধু' প্রকল্পের অধীনে যেখানে কৃষকরা প্রতি একর প্রতি বার্ষিক 10 হাজার টাকা পান, পরবর্তী পাঁচ বছরে তাও ধীরে ধীরে বার্ষিক 16 হাজার টাকায় উন্নীত করা হবে।