পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BRS Promises LPG Cylinder 400: ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম 400 হবে, ইস্তেহারে ঘোষণা কেসিআর-এর - মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

ইস্তেহার অনুযায়ী, বিআরএস ক্ষমতায় ফিরে আসার পর প্রথম বছরে তা বাড়িয়ে তিন হাজার 16 টাকা করা হবে ৷ পরবর্তী চার বছরে তা ক্রমবর্ধমানভাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত উন্নীত করা হবে। একইভাবে, প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশন বর্তমানে চার হাজার 16 টাকা থেকে আগামী পাঁচ বছরে ছয় হাজার 16 টাকায় উন্নীত করা হবে বলে জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 8:12 PM IST

হায়দরাবাদ, 15 অক্টোবর: বিধানসভা ভোটে লড়াইয়ের ময়দানে একাধিক জনমোহিনী প্রতিশ্রুতি দেখা গেল বিআরএস-এর ইস্তেহারে ৷ যার মধ্যে অবশ্যই সামাজিক নিরাপত্তা পেনশনের পরিমাণ বাড়ানো, কৃষকদের জন্য 'রাইথু বন্ধু' বিনিয়োগ সহায়তা প্রকল্পের অধীনে প্রদত্ত আর্থিক সহায়তা বাড়ানো এবং প্রতিটি এলপিজি সিলিন্ডার 400 টাকায় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের দল।

আগামী 30 নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে রবিবার দলীয় ইস্তেহার প্রকাশ করে বিআরএস ৷ ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন দলের প্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ এদিন ইস্তেহার প্রকাশের পর তিনি বলেন, "রাজ্যে দারিদ্র্য সীমার (বিপিএল) নীচে বসবাসকারী সমস্ত 93 লক্ষ পরিবারকে পাঁচ লক্ষ টাকার জীবন বীমা কভার দেওয়া হবে ৷" এক্ষেত্রে রাজ্য সরকার সেই যাবতীয় প্রিমিয়ামের খরচ বহন করবে বলেও জানান রাও ৷ কেসিআর বলেন, "সামাজিক নিরাপত্তা পেনশন, যা বর্তমানে দুই হাজার 16 টাকায় দাঁড়িয়ে আছে, আগামী পাঁচ বছরে তা ধীরে ধীরে প্রতি মাসে পাঁচ হাজার টাকায় উন্নীত করা হবে।"

ইস্তেহার অনুযায়ী, বিআরএস ক্ষমতায় ফিরে আসার পর প্রথম বছরে তা বাড়িয়ে তিন হাজার 16 টাকা করা হবে ৷ পরবর্তী চার বছরে ক্রমবর্ধমানভাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত উন্নীত করা হবে। একইভাবে, প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশন বর্তমানে চার হাজার 16 টাকা থেকে আগামী পাঁচ বছরে ছয় হাজার 16 টাকায় উন্নীত করা হবে। অন্যদিকে, 'রাইথু বন্ধু' প্রকল্পের অধীনে যেখানে কৃষকরা প্রতি একর প্রতি বার্ষিক 10 হাজার টাকা পান, পরবর্তী পাঁচ বছরে তাও ধীরে ধীরে বার্ষিক 16 হাজার টাকায় উন্নীত করা হবে।

ইস্তেহার প্রকাশের পর রাও বলেন, "বিআরএস ক্ষমতায় আসার পরে 'যোগ্য সুবিধাভোগীদের' প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডার 400 টাকায় দেওয়া হবে ৷ বাকি ভর্তুকি রাজ্য সরকার বহন করবে ৷" বিআরএস-এর ইস্তেহারে 'আরোগ্য শ্রী' স্বাস্থ্য প্রকল্পের অধীনে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে 15 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ চন্দ্রশেখর রাও অবশ্য এদিনও চরম আত্মবিশ্বাসী সুরে জানান, তাঁর দল ফের একবার রাজ্যের ক্ষমতায় ফিরে আসবে ৷ তিনি বলেন, "বিআরএস-এর ঘোষিত প্রতিশ্রুতিগুলি সরকার গঠনের পর ছয় থেকে সাত মাসের মধ্যে বাস্তবায়িত হবে।"

আরও পড়ুন: ছত্তীশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের

ইস্তেহার প্রকাশের আগে মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার 90 শতাংশ কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে দিয়েছে ৷ যদিও সেগুলি আগের নির্বাচনের ইস্তেহারে উল্লেখ ছিল না বলেও জানান কেসিআর। ক্ষমতায় ফিরলে বিআরএসের পরিকল্পনা সম্পর্কে আরও বলতে গিয়ে মুখ্যমন্ত্রী রাও বলেন, "সমস্ত আবাসিক জুনিয়র কলেজকে আবাসিক ডিগ্রি কলেজে রূপান্তরিত করা হবে।" (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details