পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফাইজ়ারের তৈরি কোরোনা ভ্য়াকসিনকে ছাড়পত্র ব্রিটেনের, মিলবে আগামী সপ্তাহেই - ব্রিটেন

ইংল্য়ান্ড সরকার তাদের ইন্ডিপেনডেন্ট মেডিসিন অ্য়ান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজ়েন্সির তরফে ফাইজ়ারের ভ্য়াকসিনকে অনুমোদন দেওয়ার আবেদন মঞ্জুর করেছে ৷

Britain on Wednesday became the first country in the world to approve the Pfizer-BioNTech COVID-19 vaccine
‘পিফাইজ়ারে’র তৈরি কোরোনা ভ্য়াকসিনকে ছাড়পত্র ব্রিটেনের, মিলবে আগামী সপ্তাহে

By

Published : Dec 2, 2020, 2:43 PM IST

Updated : Dec 2, 2020, 8:04 PM IST

লন্ডন, 2 ডিসেম্বর : আগামী সপ্তাহের শুরুতেই ব্রিটেনে পাওয়া যাবে মার্কিন সংস্থা ফাইজ়ারের তৈরি কোরোনা ভ্য়াকসিন ৷ বুধবার বিশ্বের প্রথম দেশ হিসেবে কোরোনার কোনও ভ্য়াকসিনকে ছাড়পত্র দিল বরিস জ়নসনের সরকার ৷ মার্কিন ফাইজ়ার এবং জ়ার্মান সংস্থা বায়োএনটেক যৌথভাবে এই ভ্য়াকসিন তৈরি করেছে ৷

বিশ্বে কোরোনায় প্রায় 1.5 মিলিয়ন মানুষের মৃত্য়ু হয়েছে ৷ বিশ্ব অর্থনীতিতে নাড়া দিয়ে গেছে কোরোনা ৷ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারে এই ভ্য়াকসিন ৷ এমনই মনে করছে গবেষকদের একাংশ ৷ আজ ইংল্য়ান্ড সরকার তাদের ইন্ডিপেনডেন্ট মেডিসিন অ্য়ান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজ়েন্সির তরফে ফাইজ়ারের ভ্য়াকসিনকে অনুমোদন দেওয়ার আবেদন মঞ্জুর করেছে ৷ ইংল্যান্ডে আগামী সপ্তাহের শুরু থেকে এই ভ্য়াকসিন পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷ ব্রিটেনে ভ্য়াকসিন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যারা বাড়ির দেখাশোনা করে, স্বাস্থ্য়কর্মী, বয়স্ক এবং যাঁরা সংক্রমণপ্রবণ তাঁদেরই আগে এই ভ্য়াকসিনের ডোজ় দেওয়া হবে ৷

ফাইজ়ারের তরফে এদিন বলা হয়েছে, ব্রিটেনের এমার্জ়েন্সি অথরাইজ়েশন তাদের তৈরি কোরোনার ভ্য়াকসিনে ছাড়পত্র দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ৷ এনিয়ে ফাইজ়ারের CEO অ্য়ালবার্ট বোউরলা জানান, ‘‘প্রথম ঘোষণা করা হয়েছিল, যে বিজ্ঞানের জয় হবেই ৷ সেদিন থেকেই আমরা একটাই লক্ষে এগিয়ে চলেছিলাম ৷ MHRA-র সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি ৷ তারা ব্রিটেনের নাগরিকদের সুরক্ষার জন্য় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে ৷’’ পাশাপাশি ব্রিটেনসহ বিশ্বের অন্য় দেশেও উন্নতমানের কোরোনা ভ্য়াকসিন সরবরাহের প্রতিশ্রুতি দেন সংস্থার CEO।

Last Updated : Dec 2, 2020, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details