মানচেরিয়াল (তেলাঙ্গানা), 24 ফেব্রুয়ারি: এ যেন 'বিবাহ' চলচ্চিত্রের বাস্তব রূপ ৷ হাসপাতালের বেডে শুয়ে থাকা বাগদত্তার সঙ্গে সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক যুবক ৷ বিয়ের আগের দিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁর প্রেয়সীকে ৷ করাতে হয় অস্ত্রোপচার ৷ তবে তাতে বিয়ে আটকে থাকেনি ৷ হাসপাতালেই বিয়েটা সেরে নিলেন ওই যুবক (Marriage in Hospital)৷
হাসপাতালে হল বিয়ে: তেলাঙ্গানার মানচেরিয়ালের ঘটনা (Telangana News)৷ পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও হাসপাতালের কর্মীদের উপস্থিতিতে বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালে হল মালাবদল ৷ মানচেরিয়াল জেলার চেন্নুর মণ্ডলের বাসিন্দা বনথ শৈলজার সঙ্গে আগেই বাগদান হয়ে গিয়েছিল জয়শঙ্কর ভূপালপল্লি জেলার বাসরাজু পল্লি গ্রামের হতকার তিরুপতির সঙ্গে ৷
বিয়ের আগেই অসুস্থ হয়ে হাসপাতালে কনে: 23 ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল । তবে শৈলজা 22 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েন । তাঁর পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকরা পরামর্শদেন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর অস্ত্রোপচার প্রয়োজন ৷ শৈলজার পরিবার গোটা ঘটনা জানায় তাঁর হবু বর তিরুপতিকে ৷ খবর পেয়েই হাসপাতালে যান তিনি ।
অস্ত্রোপচারের পর হাসপাতালে বিয়ে: ডাক্তার শৈলজার অস্ত্রোপচার করার সময় তাঁর হবু বর ও তাঁর পরিবার হাসপাতালেই ছিলেন । অস্ত্রোপচারের পর আগামী কয়েকদিন শৈলজাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে বলে পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা । এই সব শুনে দুই পরিবার ঠিক করে যে আপাতত এই বিয়ে স্থগিত রাখতে হবে ৷
আরও পড়ুন:থানায় কর্মসূত্রে আলাপ, সেখানেই শুভ পরিণয় সিভিক ভল্যান্টিয়ার রাণু-স্বরূপের
পরিবার ও ডাক্তারদের অনুমতি নেন হবু বর: তবে তাতে রাজি হননি তিরুপতি ৷ হাসপাতালের বেডেই তিনি শৈলজাকে বিয়ে করতে চান ৷ এ কথা জানিয়ে দুই পরিবারকেই রাজি করান তিরুপতি ৷ তিনি এ বিষয়ে ডাক্তারদের সঙ্গেও কথা বলেন ৷ ডাক্তাররাও এই যুগলকে বিয়ে করার অনুমতি দেন । সেই মতোই বৃহস্পতিবার হাসপাতালে তাঁদের বিয়ে হয় ৷ হাসপাতালের বেড থেকেই যতটা সম্ভব আচার পালন করেন শৈলজা ৷
মধ্যপ্রদেশেও ঘটেছিল এমন ঘটনা: বিয়েতে হাসপাতালের কর্মীদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও অংশ নেন । চিকিৎসকরা জানিয়েছেন, শৈলজাকে খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে । একই রকম একটি ঘটনায়, মধ্যপ্রদেশের খান্ডওয়াতে এক দম্পতি একটি হাসপাতালে গাঁটছড়া বেঁধেছিলেন ৷ সেখানে বিয়ের ঠিক আদেই দুর্ঘটনার কবলে পড়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন কনে ।