পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা পরীক্ষা করতে অস্বীকার, কিশোরকে বেধড়ক মার সরকারি কর্মীর - করোনা পরীক্ষা

ওই কিশোর করোনা টিকাকরণের নিজের নাম নথিভুক্ত করতে গিয়েছিল ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকায় ৷ কিন্তু যখন নাম নথিভক্তকরণের জন্য কিশোরের কাছে ওটিপি আসে সে বুঝতে পারে তার নাম করোনা পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছে ৷ তখন ওই কিশোর জানায় সে করোনা পরীক্ষা করাতে চায় না ৷ এরপরই শুরু হয় বচসা এবং নিগ্রহ ৷

করোনা পরীক্ষা করতে না চাওয়ায় কিশোরকে মারধর, অভিযুক্ত বিবিএমপির বুথ লেভেল আধিকারিক
করোনা পরীক্ষা করতে না চাওয়ায় কিশোরকে মারধর, অভিযুক্ত বিবিএমপির বুথ লেভেল আধিকারিক

By

Published : May 25, 2021, 2:28 PM IST

বেঙ্গালুরু, 25 মে :ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকার বুথ লেভেল আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল বেঙ্গালুরু কেন্দ্রীয় পুলিশ ৷ করোনা পরীক্ষা করতে না চাওয়ায় এক কিশোরসহ আরও দুজনকে মারধর করার অভিযোগ উঠেছে ৷

এক কিশোর করোনা টিকাকরণের নিজের নাম নথিভুক্ত করতে গিয়েছিল ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকায় ৷ কিন্তু যখন নাম নথিভক্তকরণের জন্য কিশোরের কাছে ওটিপি আসে সে বুঝতে পারে তার নাম করোনা পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছে ৷ তখন ওই কিশোর জানায় সে করোনা পরীক্ষা করাতে চায় না ৷ এরপরই শুরু হয় বচসা এবং মারধর৷

এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়, যাতে দেখা যাচ্ছে বিবিএমপির দুজন বুথ লেভেল আধিকারিক কিশোরকে আরটি-পিসিআর পরীক্ষা করতে না চাওয়ায় মারধর করছে ৷ ভিডিয়োটি দেখার পর নাগরিকদের প্রতিক্রিয়া বিবিএমপির কমিশনার গৌরব গুপ্তাকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য করে ৷

দেখে নিন ভাইরাল সেই ভিডিয়ো

গৌরব গুপ্তা দুঃখ প্রকাশ করে টুইটে লিখেছেন, "নগরথপেটের পরীক্ষাকেন্দ্রের ঘটনার জন্য আমরা দুঃখিত ৷ জোর করে পরীক্ষা করানোর কোনও প্রশ্নই আসে না ৷ মারধরের ঘটনাকে নিন্দা জানাই ৷ কী কারণে এই ঘটনার সূত্রপাত এবং এর জন্য কারা দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আর পরবর্তী কালে এধরনের কোনও ঘটনা না ঘটে সেদিকেও নজর দেওয়া হবে ৷ "

আরও পড়ুন :যশে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কংগ্রেস কর্মীদের বার্তা রাহুলের

বেঙ্গালুরু কেন্দ্রীয় পুলিশের ডিরেক্টর জেনেরাল পিআই হালাসুরুগাতে জানিয়েছেন, "অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 323,502 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details