বেঙ্গালুরু, 25 মে :ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকার বুথ লেভেল আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল বেঙ্গালুরু কেন্দ্রীয় পুলিশ ৷ করোনা পরীক্ষা করতে না চাওয়ায় এক কিশোরসহ আরও দুজনকে মারধর করার অভিযোগ উঠেছে ৷
এক কিশোর করোনা টিকাকরণের নিজের নাম নথিভুক্ত করতে গিয়েছিল ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকায় ৷ কিন্তু যখন নাম নথিভক্তকরণের জন্য কিশোরের কাছে ওটিপি আসে সে বুঝতে পারে তার নাম করোনা পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছে ৷ তখন ওই কিশোর জানায় সে করোনা পরীক্ষা করাতে চায় না ৷ এরপরই শুরু হয় বচসা এবং মারধর৷
এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়, যাতে দেখা যাচ্ছে বিবিএমপির দুজন বুথ লেভেল আধিকারিক কিশোরকে আরটি-পিসিআর পরীক্ষা করতে না চাওয়ায় মারধর করছে ৷ ভিডিয়োটি দেখার পর নাগরিকদের প্রতিক্রিয়া বিবিএমপির কমিশনার গৌরব গুপ্তাকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য করে ৷