নয়াদিল্লি, 18 অগস্ট: দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ৷ শুক্রবার সকালে দিল্লি থেকে পুনেগামী ভিস্তারার একটি বিমানে বোমাতঙ্কের খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ কিন্তু সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ বোমাতঙ্কের ফলে বিমান 8 ঘণ্টা দেরিতে ছাড়ে ।
একটি বিবৃতিতে ভিস্তারা জানিয়েছে যে, বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা করার কারণে এদিন ফ্লাইট UK971 ছাড়তে দেরি হয়েছে ৷ এই বিষয়ে দিল্লি পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন যে, "গুরুগ্রামের দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) কন্ট্রোল রুমে হুমকি কল আসার বিষয়টি জানিয়েছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) ৷ তারপরই ওই বিমানে তল্লাশি শুরু করা হয় ৷ যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ৷ আমরা ভিতর ও বাইরে থেকে বিমানটিকে পরীক্ষা করেছিলাম কিন্তু তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷ এই ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে পাশাপাশি আরও তদন্ত চলছে ৷ ফ্লাইট UK971 সকাল সাড়ে আটটায় ছেড়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তল্লাশির কারণে ছাড়তে দেরি হয় ৷"
আরও পড়ুন : মাঝ আকাশে যাত্রীর ফোনে বিস্ফোরণ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের