ম্যাঙ্গালুরু , 29 ডিসেম্বর: ফের বোমাতঙ্কের হুমকি মেল আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ জয়পুরের পর এবার ম্যাঙ্গালুরু বিমানবন্দরে এল হুমকি মেল ৷ এই ঘটনায় বাজপে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ xonocikonoci10@beeble.com-এই আইডি থেকে হুমকি ই-মেলটি পাওয়া গিয়েছে ।
ই-মেলটিতে লেখা ছিল, "আপনাদের একটি প্লেনের ভিতরে বিস্ফোরক রয়েছে । সেগুলি কয়েকঘণ্টার মধ্যে বিস্ফোরিত হবে ৷ আমি তোমাদের সবাইকে খুন করব ৷" তাতে আরও লেখা ছিল, "আমরা ‘ফানিং’ নামে একটি সন্ত্রাসী দল ।" ইমেল বার্তাটি 27 ডিসেম্বর সকাল 11টা 20 মিনিটে বিমানবন্দরের কর্মকর্তারা লক্ষ্য করেন ৷
সিটি পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল প্রতিক্রিয়া বলেন, "এই বার্তা পাওয়ার পর, আমরা বিমানবন্দর চত্বরের বাইরে নিরাপত্তা জোরদার করেছি । অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছি । অবিলম্বে ASC এবং BDDS যাচাইকরণ করা হয়েছে । বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে বাজপে পুলিশ ইন্সপেক্টরের উপস্থিতিতে একটি বৈঠকও করা হয় । বিমানবন্দর কর্তৃপক্ষের (আদানি) অভিযোগের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে বাজপে থানায় অপরাধ নং 210/23 u/s 507 আইনের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।
এই ঘটনার একদিন আগে এমন ই-মেলে জয়পুর বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ পুলিশ জানায়, একটি বেনামি ই-মেল পায় জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ সেখানে সম্ভাব্য বোমা বিস্ফোরণের বিষয়ে সতর্ক করা হয় ৷ যদিও তল্লাশি অভিযানের সময় কিছুই পাওয়া যায়নি ৷ তবে হুমকির গুরুত্ব বুঝে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে ৷