পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bodies of 2 soldiers: জম্মুতে হড়পা বানে ভেসে যাওয়া দুই জওয়ানের দেহ উদ্ধার - ভারী ও অতি ভারী বৃষ্টির

রুটিন টহলদারির সময় হড়পা বানে ভেসে যান দুই জওয়ান। শনিবারর রাতেই একজনরে দেহ উদ্ধার, রবিবার সকাল অপর জওয়ানের দেহ উদ্ধার হয় । উপত্যকায় অতি ভারী বৃষ্টির কারণে বেহাল সড়ক-সেতু ।

Bodies of 2 soldiersarat
দুই জওয়ানের দেহ উদ্ধার

By

Published : Jul 9, 2023, 4:43 PM IST

জম্মু,9 জুলাই :হড়পা বানে ভেসে যাওয়া দুই জওয়ানের দেহ উদ্ধার । জম্মু-কাশ্মীরের পুঞ্চে টহলদারির সময় আকস্মিক হড়পা বানে ভেসে যান দুই জওয়ান কুলদীপ সিং ও তেলু রাম । শনিবার রাতে কুলদীপ সিংয়ের দেহ উদ্ধার হয়। রবিবার সকালে তেলু রামের দেহ উদ্ধার করে জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রের খবর, শনিবার রুটিন টহলদারির সময় সারামকোটের কাছে ডোগরা নালা পার হওয়ার সময় হড়পা বান আসে। মুহূর্তে ভেসে যান দুই জওয়ান।

রাত থেকেই তাঁদের খোঁজ শুরু হয়। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টির কারণে হড়পা বান হচ্ছে। বহু জায়গায় আটকে পড়েছেন স্থানীয় মানুষ থেকে পর্যটকরা। উদ্ধারকাজে সেখানে পৌঁছে যাচ্ছেন জওয়ানরা। প্রকৃতির খামখেয়ালির মধ্যেই সেনাদের সীমান্ত সংলগ্ন এলাকায় রুটিন টহলদারি চলে ৷ সূত্রের খবর, হড়পা বানের সময় দ্রুত সরে যেতে না পারার কারণেই ভেসে যান ওই দুই জওয়ান ৷ শনিবার কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর সুবেদার কুলদীপ সিংয়ের দেহ উদ্ধার হয়। রবিবার সকালে ফের তেলু রামের দেহের খোঁজ চলে । কিছুক্ষণ পরই উদ্ধার হয় তাঁর দেহ । দুই নিহত সেনা জওয়ানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রের খবর । পঞ্জাবে দুই জওয়ানের বাড়িতেও খবর পৌঁছে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 41 বছর পর জুলাইতে রেকর্ড বৃষ্টি, দিল্লির সরকারি কর্মীদের রবিবারের ছুটি বাতিল কেজরির

জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারী ও অতি ভারী বৃষ্টির জেরে হড়পা বানের পাশাপাশি ধস নেমেছে । ভেসে গিয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু । ধসের কারণেও উপকত্যকায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আহতও হয়েছেন বহু। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছে কয়েক হাজার গাড়ি। আটকে পড়েছেন বহু পর্যটক। অতি ভারী বৃষ্টির কারণে থমকে যায় অমরনাথ যাত্রাও। আকাশ পরিষ্কার হতে রবিবার থেকে শুরু হয়েছে সেই যাত্রা ।

ABOUT THE AUTHOR

...view details