পশ্চিমবঙ্গ

west bengal

BMP Jawan Shot Dead: দশেরার ছুটিতে বাড়ি ফেরা বিহার মিলিটারি পুলিশের জওয়ানকে গুলি করে হত্যা

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 9:50 AM IST

Updated : Oct 24, 2023, 10:04 AM IST

BMP Jawan Shot Dead in Bihar: থানা থেকে মাত্র 100 মিটার দূরে গুলি করে হত্যা করা হল বিহার মিলিটারি পুলিশের জওয়ান অমন কুমারকে ৷ তিনি দশেরার ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন ৷

BMP Jawan Shot Dead
গুলি করে হত্যা বিহার মিলিটারি পুলিশের জওয়ানকে

মুঙ্গের (বিহার), 24 অক্টোবর: বিহার মিলিটারি পুলিশের এক জওয়ানকে গুলি করে হত্যা করা হল ৷ পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে গিয়ে বিহারের মুঙ্গের থানা থেকে মাত্র 100 মিটার দূরে ওই জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ মৃত জওয়ানের নাম অমন কুমার ওরফে বাবলু যাদব, তিনি মুঙ্গের জেলার বাসুদেবপুর এলাকার কেমখার বাসিন্দা ।

দ্বারভাঙা বিমানবন্দরে কর্তব্যরত বিহার স্পেশাল আর্মড পুলিশ ফোর্সের (বিএসএপিএফ) বেশ কয়েকজন জওয়ান ছুটিতে মুঙ্গেরে নিজেদের বাড়িতে এসেছিলেন ৷ তাঁদের মধ্যে ছিলেন অমন কুমার ৷ তাঁকে সোমবার রাতে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয় ৷ পুলিশ জানিয়েছে, হামলাকারীরা আইটিসির কাছে তাঁর বাড়ির খুব কাছে বজরংবলী জাংশনে অমন কুমারের উপর গুলি চালায় ৷ সেই সময় তিনি তাঁর বাইকে করে বাড়ি ফিরছিলেন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, আততায়ীরা ওই জওয়ানের মাথায় গুলি করেছে ৷ যার ফলে সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয় । তাঁর অকালমৃত্যুতে পরিবারের সদস্য এবং আত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ৷ অমন তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানকে রেখে গিয়েছেন ।

আরও পড়ুন:দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীকে ইলেকট্রিক শক দিয়ে খুনের চেষ্টা, মেরঠে গ্রেফতার স্বামী

এই হত্যাকাণ্ডের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ঘটনার পর ডিএসপি-সহ একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে যান ৷ শুরু হয়েছে তদন্ত ৷ স্থানীয়দের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কারওকে গ্রেফতার করা হয়নি ৷ এই হত্যাকাণ্ডের পিছনে কার হাত থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ বিহার স্পেশাল আর্মড পুলিশ ফোর্সের ওই জওয়ান তাঁর বাড়ি ফেরার পরই তাঁকে যে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, তাতে তাঁর কোনও পুরনো শত্রুতা ছিল কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ৷ অপরাধীদের খুঁজে পেতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে ৷

Last Updated : Oct 24, 2023, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details