পশ্চিমবঙ্গ

west bengal

New Technology to Help Blind Students: নেই রাইটার, প্রযুক্তির সাহায্যে নিজেই পরীক্ষা দিলেন দৃষ্টিহীন পরীক্ষার্থী

By

Published : Apr 29, 2023, 10:47 PM IST

কোনও রাইটারের সাহায্য না-নিয়ে ল্যাপটপের মাধ্যমে পরীক্ষা দিলেন সুরাতের বীর নর্মদ দক্ষিণ গুজরাত বিশ্ববিদ্যালয়ের এক দৃষ্টিহীন পরীক্ষার্থী ৷

Etv Bharat
দৃষ্টিহীন পরীক্ষার্থী

সুরাত, 29 এপ্রিল:কোনও রাইটারের সাহায্য না নিয়েই ল্যাপটপের মাধ্যমে পরীক্ষা দিলেন দৃষ্টিহীন পরীক্ষার্থী ৷ এই নজির সৃষ্টি হয়েছে বীর নর্মদ দক্ষিণ গুজরাত বিশ্ববিদ্যালয়ে ৷ ওই পরীক্ষার্থীর নাম মিত মোদি ৷ সে এই বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের ছাত্র ৷ সম্প্রতি সে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দিয়েছে কোনও রাইটারের সাহায্য ছাড়াই ৷ টাইপিং, ভয়েস কমান্ড ও স্ক্রিন রিডার ফিডব্যাক প্রযুক্তির মাধ্যমে ওই ছাত্রের পরীক্ষা দেওয়ার প্রশংসা করেছেন অধ্যাপকরা ৷

সাধারণত দৃষ্টিহীন কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় সাহায্যের জন্য একজন রাইটার থাকেন ৷ পরীক্ষার্থী প্রশ্নের উত্তর বলে দেন আর রাইটার তা লিখে দেন ৷ সেটাই প্রচলিত নিয়ম ৷ কিন্তু এ ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তির সাহায্যেই পরীক্ষা দিয়েছেন মিত মোদি নামে ওই ছাত্র ৷ এই প্রসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কিশোরসিং চোপড়া জানিয়েছেন, নতুন 2022-23 শিক্ষাবর্ষে নতুন শিক্ষানীতি মেনে পড়ানো হচ্ছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, তা মেনে এই ছাত্রের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে হয়েছিল ৷ বিশ্ববিদ্যালয়ের বাকি দৃষ্টিহীন পরীক্ষার্থীরাও যাতে এভাবে পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷

এই বিষয়ে ওই পরীক্ষার্থী মিত মোদি জানিয়েছেন, স্কিন রেকর্ডিং সফটওয্যার ব্যবহার করে তিনি ওই পরীক্ষা দিয়েছেন ৷ এই সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপের স্ক্রিনের উপর থাকা লেখা পড়তে সুবিধা হয় ৷ অডিয়ো ফিডব্যাক পদ্ধতিতে ওই লেখা শোনাও যায় ৷ সেই মতো কম্পিউটারকে নির্দেশ দিলে সেটি কাজ করে ৷ তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে পরীক্ষার সময় রাইটার পেতে সমস্যা হয় ৷ অনেক ক্ষেত্রে রাইটার পাওয়াও যায় না দৃষ্টিহান পরীক্ষার্থীদের জন্য ৷ সেই দিক থেকে এই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা করে দেওয়া অনেক বেশি সুবিধাজনক ৷

আরও পড়ুন: মন কি বাতের 100তম পর্ব বালিতে ফুটিয়ে তুললেন শিল্পী সুদর্শন পট্টনায়েক

ABOUT THE AUTHOR

...view details