পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi's Birthday Video Controversy: মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল - Los Angeles image

আবারও ছবি চুরি বিজেপির ? যোগীর বিজ্ঞাপন-বিতর্কের পর এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে বিজেপির (BJP) তৈরি ভিডিয়ো নিয়ে এই প্রশ্নে সরব হয়েছেন নেট নাগরিকরা ৷ বিজেপিকে এই নিয়ে তুলোধোনা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)৷

BJP Video celebrating PM Narendra Modi's India vision on his birthday uses image of Los Angeles, Kunal Ghosh reacts
মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল

By

Published : Sep 19, 2021, 1:22 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: বিজেপির বিরুদ্ধে আবারও ছবি চুরির অভিযোগ ৷ উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের (Maa Flyover) ছবি প্রকাশিত হওয়া নিয়ে দেশজুড়ে কম শোরগোল হয়নি ৷ প্রকাশনা সংস্থা ভুল স্বীকার করে নিলেও বিজেপিকে (BJP) তুলোধোনা করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ এবার অভিযোগ সরাসরি বিজেপির বিরুদ্ধে ৷ বিতর্ক স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনের ভিডিয়ো নিয়ে ৷

সেই ভিডিয়োয় মোদির জমানায় দেশের উন্নয়ন ও সাফল্য দেখানোর দৃশ্যে তুলে ধরা হয়েছে সুদূর আমেরিকার ছবি বলে অভিযোগ ৷ বিজেপির ভিডিয়োয় বাইডেনের দেশের লস অ্যাঞ্জেলসের ছবি দেখে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, "ওরা নকলনবীশ ৷ চক্ষুলজ্জাহীন ভাবে অন্যের জিনিস চুরি করে ৷"

বিতর্কের সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের উপহার হিসেবে প্রকাশ করা বিজেপির একটি ভিডিয়োকে ঘিরে ৷ গত শুক্রবার মোদির 71তম জন্মদিনে ভিডিয়োটি প্রকাশ করে বিজেপি ৷ 2.42 মিনিটের ভিডিয়োজুড়ে শুধুই প্রধানমন্ত্রীর স্তুতি ৷ সেখানে তাঁকে দেখানো হয়েছে স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে, পারফর্মার হিসেবে, সংস্কারক হিসেবে ৷ বলা হয়েছে, মোদি হলেন একজন সংস্কারক, যিনি ভারতের শিক্ষা ও দক্ষতার আমূল পরিবর্তন ঘটিয়েছেন, ভারতের স্বচ্ছতায় বিপ্লব এনেছেন এবং ভারতের অর্থনীতিকে পুনর্গঠন করেছেন ৷

আরও পড়ুন:Babul Supriyo : মোদির ‘পছন্দের’ বাবুল রাজ্যসভায় নাকি রাজ্য মন্ত্রিসভায় ? জল্পনা তুঙ্গে

মোদির প্রশংসায় দরাজ ভিডিয়োয় তথ্য ও পরিসংখ্যান দিয়ে মোদির সরকারের উন্নয়ন তুলে ধরা হয়েছে ৷ কিন্তু নেট নাগরিকদের চোখে আটকে গিয়েছে ভিডিয়োটির 2.22 সেকেন্ড সময়ে ৷ সেখানে একটি শহরকে দেখানো হয়েছে, যার নিচে ছবির কোনও ক্যাপশন নেই ৷ মোদির সাফল্যের খতিয়ানের ভিডিয়োয় সেই শহরও ভারতেরই কোনও অংশ বলে ভুল করাটা স্বাভাবিক ৷ তবে নেট নাগরিকদের চোখকে ফাঁকি দেওয়া মুশকিল ! ছবিটি এ দেশের নয়, এই অভিযোগ ওঠার পর শুরু হয় তথ্য যাচাই ৷ জানা গিয়েছে, ব্রিটেনের স্টক ফটো এজেন্সি অ্যালামির ছবি সেটি ৷ আর মোদির ভিডিয়োয় ব্যবহার করা সেই ছবিটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের স্টক ছবি ৷ মজার ব্যাপার হল, পাকিস্তানি বাল্ব কোম্পানি স্কাইলড 2017 সালে তাদের একটি বিজ্ঞাপনেও সেই একই ছবি ব্যবহার করেছিল ৷

আরও পড়ুন:Record Jabs On Modi's Birthday: মোদির জন্মদিনে দেশে 2 কোটির রেকর্ড টিকাকরণ

যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনে প্রকাশনা সংস্থার ভুল স্বীকারে দায় এড়ানোর চেষ্টা চালিয়েছিল বিজেপি ৷ তবে এ বারে যে ভিডিয়োয় ছবি চুরির অভিযোগ, সেটি খোদ বিজেপিরই তৈরি করা, তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উপহার হিসেবে তৈরি সেই ভিডিয়ো ৷ সেখানে দেশের সাফল্যে আমেরিকার শহরের ছবি দেওয়ায় সমালোচনায় সরব হয়েছেন নেট নাগরিকরা ৷

আরও পড়ুন:PM Narendra Modi's Birthday : মোদির 71তম জন্মদিনে বিজেপির 'সেবা ও সমর্পণ', শুভেচ্ছা কোবিন্দের

চুপ করে নেই বিরোধীরাও ৷ তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপিকে একহাত নিয়ে বলেছেন, "ওরা তো কপিক্যাট, ওরা নকলনবীশ ৷ ওরা না-বলে অন্যের জিনিস ব্যবহার করে ৷ চক্ষুলজ্জাহীন ভাবে ব্যবহার করে ৷ উত্তরপ্রদেশে দেখায় কলকাতার ছবি ৷ দিল্লি বোঝাতে দেখায় লস অ্যাঞ্জেলেসের ছবি ৷ এই ওদের উন্নয়ন ৷ আসল উন্নয়ন দেখাতে হলে এদের গ্যাস সিলিন্ডারের দাম দেখাতে হয়, আর উত্তরপ্রদেশে দেখাতে গেলে গঙ্গায় লাশ ফেলা দেখাতে হয় ৷ এ জন্য লোকের জিনিস চুরি করছে ৷ ত্রিপুরা আবার সবার উপর দিয়ে যায় ৷ এখানকার দিদিকে বলো ওরা নকল করে ৷ ওখানে মুখ্যমন্ত্রীই কপিক্যাট ৷ এরা রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে সবদিক থেকে দেউলিয়া ৷"

আরও পড়ুন :Visva-Bharati University : নাম না করে অনুব্রতকে ‘বাহুবলী’ বলে তোপ বিশ্বভারতীর উপাচার্যের

ABOUT THE AUTHOR

...view details