লখনউ, 22 জানুয়ারি: বিজেপি 2024 সালের সাধারণ নির্বাচনে উত্তরপ্রদেশের সবকটি আসনেই পরাজয়ের স্বাদ পেতে পারে । রবিবার এমনই দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Slams BJP)৷ তিনি বলেন, "বিজেপি এ বার হয়তো 80টি আসনেই হেরে যাবে ৷"
কী বললেন অখিলেশ? উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Akhilesh Yadav News) বলেন, "দলটি কয়েক দশক ধরে শাসন করার দাবি করেছিল ৷ তার নেতারা বলেছিলেন যে, এই দল (আগামী) 50 বছর থাকবে ৷ আর এখন তারা দিন গুনছে । এর জাতীয় সভাপতির রাজ্যের দুটি মেডিক্যাল কলেজে পরিদর্শন করা উচিত ৷ তাহলেই তিনি বুঝতে পারবেন যে তাঁরা কতগুলি আসনে জিততে চলেছেন ৷"
হেফাজতে মৃতের পরিবারের জন্য 1 কোটি ও চাকরি দাবি: উত্তরপ্রদেশে বিজেপির কার্যনির্বাহী সভা হতে চলেছে ৷ তার আগে তাদের উদ্দেশে অখিলেশ বলেন, হেফাজতে মৃতদের পরিবারকে 1 কোটি টাকা এবং একটি সরকারি চাকরি দেওয়ার জন্য তারা প্রস্তাব পাশ করুক । অখিলেশের কথায়, "বিজেপি বৈষম্যের চর্চা করে । তারা কি বলবন্ত সিংয়ের পরিবারকে 1 কোটি টাকা আর্থিক সহায়তা এবং একটি সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব পাশ করবে ? সংশ্লিষ্ট পরিবারকে হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে 1 কোটি টাকা আর্থিক সহায়তা এবং একটি সরকারি চাকরি দেওয়ার জন্য দলের একটি রেজোলিউশন পাশ করা উচিত ৷"