জয়পুর, 12 ডিসেম্বর: সব জল্পনার অবসান ঘটল রাজস্থানে ৷ বিজেপি ওই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল মঙ্গলবার ৷ ওই রাজ্যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভজনলাল শর্মা ৷
গত 3 ডিসেম্বর আরও তিন রাজ্য়ের সঙ্গে রাজস্থান বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয় ৷ সেই নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফেরে বিজেপি ৷ তার পর থেকেই ওই রাজ্য়ে কাকে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী করা হবে, সেই নিয়ে নানা আলোচনা চলছিল ৷ সেই জল্পনার অবসান মঙ্গলবার হল ৷
একই সঙ্গে জানা গিয়েছে, ওই রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রীর নাম ৷ দিয়া কুমারী ও প্রেম চন্দ বাইরওয়াকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে বলে ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে ৷ আর বাসুদেব দেবনানীকে স্পিকার করা হবে বলে জানানো হয়েছে ৷
উল্লেখ্য, এবার হিন্দি বলয়ের তিন রাজ্য - ছত্তীশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি ৷ মধ্যপ্রদেশে বিজেপিই মসনদে ছিল ৷ কিন্তু ছত্তীশগড় ও রাজস্থানে বিজেপি কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফিরেছে ৷ গত রবি ও সোমবার ছত্তীশগড় ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে গেরুয়া শিবির ৷ দুই ক্ষেত্রেই নতুন মুখের উপর ভরসা রেখেছে মোদি-শাহের দল ৷
রাজস্থানেও তার ব্যতিক্রম হল না ৷ সেখানে 56 বছর বয়সী ভজনলাল শর্মাকে বেছে নেওয়া হল মুখ্যমন্ত্রী হিসেবে ৷ মঙ্গলবার পর্যবেক্ষক রাজনাথ সিং ও অন্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে হওয়া এক বৈঠকে রাজস্থানের সংনেঢ়ের বিধায়ককে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷