পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানেও নতুন মুখে ভরসা বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা - বিজেপি

Chief Minister of Rajasthan: রাজস্থানে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মার নাম ঘোষণা করল ৷

BJP leader Bhajanlal Sharma
BJP leader Bhajanlal Sharma

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 4:39 PM IST

Updated : Dec 12, 2023, 5:39 PM IST

জয়পুর, 12 ডিসেম্বর: সব জল্পনার অবসান ঘটল রাজস্থানে ৷ বিজেপি ওই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল মঙ্গলবার ৷ ওই রাজ্যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভজনলাল শর্মা ৷

গত 3 ডিসেম্বর আরও তিন রাজ্য়ের সঙ্গে রাজস্থান বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয় ৷ সেই নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফেরে বিজেপি ৷ তার পর থেকেই ওই রাজ্য়ে কাকে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী করা হবে, সেই নিয়ে নানা আলোচনা চলছিল ৷ সেই জল্পনার অবসান মঙ্গলবার হল ৷

একই সঙ্গে জানা গিয়েছে, ওই রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রীর নাম ৷ দিয়া কুমারী ও প্রেম চন্দ বাইরওয়াকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে বলে ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে ৷ আর বাসুদেব দেবনানীকে স্পিকার করা হবে বলে জানানো হয়েছে ৷

উল্লেখ্য, এবার হিন্দি বলয়ের তিন রাজ্য - ছত্তীশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি ৷ মধ্যপ্রদেশে বিজেপিই মসনদে ছিল ৷ কিন্তু ছত্তীশগড় ও রাজস্থানে বিজেপি কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফিরেছে ৷ গত রবি ও সোমবার ছত্তীশগড় ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে গেরুয়া শিবির ৷ দুই ক্ষেত্রেই নতুন মুখের উপর ভরসা রেখেছে মোদি-শাহের দল ৷

রাজস্থানেও তার ব্যতিক্রম হল না ৷ সেখানে 56 বছর বয়সী ভজনলাল শর্মাকে বেছে নেওয়া হল মুখ্যমন্ত্রী হিসেবে ৷ মঙ্গলবার পর্যবেক্ষক রাজনাথ সিং ও অন্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে হওয়া এক বৈঠকে রাজস্থানের সংনেঢ়ের বিধায়ককে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ভজনলালের নাম প্রস্তাব করেন ৷ তিনি নিজেও মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন ৷ ওই রাজ্যে তিনি বিজেপির অন্যতম হেভিওয়েট নেত্রী হিসেবে পরিচিত ৷ সেটা এ দিন বিধায়কদের সঙ্গে রাজনাথের গ্রুপ ছবি তোলার সময়ও স্পষ্ট হয়েছে ৷ কারণ, তিনি রাজনাথের পাশেই ছিলেন ৷

আর ভজনলাল শর্মা ছিলেন একেবারে শেষ সারিতে ৷ পরে তিনিই চলে এলেন একেবারে সামনের সারিতে ৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক ঘনিষ্ঠ এই নেতা রাজস্থানের ভরতপুরের বাসিন্দা ৷ তিনি এবার 48 হাজার 81 ভোটে জিতেছেন ৷ রাজস্থান বিজেপিতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতোকত্তর স্তরে উত্তীর্ণ এই নেতা সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন ৷

পরে এক সাংবাদিক বৈঠকে ভজনলাল শর্মা বলেন, ‘‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে রাজস্থানের সমস্ত বিধায়ক অবশ্যই বিজেপির সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণ করবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সব ক্ষেত্রে রাজস্থানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করব ।"

সংবাদসংস্থা - পিটিআই ও এএনআই

আরও পড়ুন:

  1. 'বিজেপি কর্মীদের উপর ভরসা করে, কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত', বললেন মধ্যপ্রদেশের মোহন যাদব
  2. মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী! শিবরাজের 'লাডলি বহেনা'র দায়ভার সামলাবেন মোহন যাদব
  3. আদিবাসী সমাজ থেকে মুখ্যমন্ত্রী পেল ছত্তিশগড়, বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর বিজেপির
Last Updated : Dec 12, 2023, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details