পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi On Up Women: বিজেপি সরকার ইউপিতে মহিলাদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছে : মোদি - Narendra Modi On Up Women

সোমবার 'জন চৌপল' (jan chaupal) ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে তিনি বলেন, "একটা সময় ছিল যখন উত্তরপ্রদেশে ধর্ষণ, মহিলাদের সম্মানহানি খুব সাধারণ ব্যাপার ছিল। তবে যোগী আদিত্যনাথের সরকার মহিলাদের সম্মান ফিরিয়ে দিয়েছে (Narendra Modi On Up Women)।"

Narendra Modi On Up Women
Narendra Modi On Up Women

By

Published : Feb 7, 2022, 4:14 PM IST

Updated : Feb 7, 2022, 8:02 PM IST

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি:উত্তরপ্রদেশে মহিলাদের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi On Up Women)। সোমবার 'জন চৌপল' (jan chaupal) ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "উত্তরপ্রদেশে একটা সময় ধর্ষণ, মহিলাদের সম্মানহানি খুব সাধারণ ব্যাপার ছিল। কিন্তু, বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসার পর থেকে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। প্রকৃত অর্থে বিজেপি সরকার উত্তরপ্রদেশে মহিলাদের সম্মান ফিরিয়ে দিয়েছে। যোগী আদিত্যনাথের সরকার মহিলাদের সেই ভয় থেকে মুক্তি দিয়েছে।"

'জন চৌপল' অনুষ্ঠানে তিনি উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, "যোগী আদিত্যনাথের নেতৃত্বে সেরাজ্যের দুষ্কৃতীদের জেলবন্দি রেখেই শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু রাজ্যের শাসকদল যদি বদলে যায়, তাহলে দুষ্কৃতীরা জেলের বাইরে বেরিয়ে আসবে এবং রাজ্যের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে। অপরাধীরা নির্বাচনের সময় অপেক্ষায় রয়েছে উত্তরপ্রদেশে পালাবদল হবে এবং তারা বাইরে এসে অপরাধমূলক কাজ পুনরায় সংগঠিত করবে। তারা ভাবছে উত্তরপ্রদেশে পুনরায় মাফিয়ারাজ সরকার প্রতিষ্ঠিত হবে। অপরাধীরাও সাধারণ মানুষকে লুট করতে চায়। যা গত 5 বছর ধরে রাজ্যে বন্ধ ছিল।"

আরও পড়ুন: ত্রিপুরা বিজেপিতে ভাঙন, অনুগামীকে নিয়ে দল ছাড়লেন সুদীপ

উত্তরপ্রদেশের আগের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, "বিজেপির আগের সরকারের শাসনাধীনে বিভিন্ন জাতির মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। তবে শুধু জাতিগত দ্বন্দ্বই নয় বহু সমস্যার মধ্যে পড়তে হত রাজ্যের কৃষক, যুবক এবং দলিতদের। শেষ 5 বছরে উত্তরপ্রদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। যখন দেশে স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে তখন উত্তরপ্রদেশ উন্নয়নে এক দৃষ্টান্ত স্থাপন করবে। বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে প্রচুর উন্নয়ন হবে। এই সরকারের আমলে রাজ্যে শিল্পপতি, ব্যবসায়ী এবং কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। তৈরি হয়েছে প্রচুর কাজের সম্ভবনাও।" 'জন চৌপল' অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারার জন্য জনগণের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। চলতি মাস থেকেই উত্তরপ্রদেশে শুরু হবে বিধানসভা নির্বাচন।

Last Updated : Feb 7, 2022, 8:02 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details