পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে, পুরুলিয়ায় সাধুদের হেনস্তা নিয়ে সরব নাড্ডা - জেপি নাড্ডা

BJP Chief JP Nadda: ভারতীয় জনতা যুব মোর্চার নমো নবমতদাতা অভিযান'-এ অংশগ্রহণ করে পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তাঁর কথায়, বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে ৷

BJP Chief JP Nadda
BJP Chief JP Nadda

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 6:54 PM IST

Updated : Jan 13, 2024, 7:01 PM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি: পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ তাঁর দাবি, সারা দেশ যখন রামমন্দিরের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, সেই সময় গেরুয়া রং নিয়ে সমস্যায় বিরোধীরা ৷ জেপি নাড্ডা বলেন, ‘‘মমতাজির রাজত্বে আমাদের সাধুদের মারধর করা হল ৷ জানি না গেরুয়া রং নিয়ে কী সমস্যা রয়েছে ? এই সমস্যা তখন হচ্ছে, যখন সারা দেশ রামময় হচ্ছে ৷ এটাও আমি বুঝতে পারি না ৷’’

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে নতুন ভোটারদের নিয়ে একটি কর্মসূচি নিয়েছে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা ৷ যার পোশাকি নাম, 'নমো নবমতদাতা অভিযান' ৷ এই কর্মসূচির মাধ্যমে প্রথমবার যাঁরা ভোট দিতে চলেছেন, তাঁদের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে ৷ শনিবার এই কর্মসূচি উপলক্ষ্যে একটি সম্মেলন হয় নয়াদিল্লিতে ৷ সেখানে হাজির হয়ে এই কথা বলেন জেপি নাড্ডা ৷

উল্লেখ্য, এ দিনই ছিল বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লকের ভার্চুয়াল বৈঠক ৷ সেই নিয়ে জেপি নাড্ডা বলেন, "একটি ভার্চুয়াল জোট শুধুমাত্র ভার্চুয়াল মিটিং করবে । আনুষ্ঠানিকতার স্বার্থে তা করবে ৷" নাড্ডার আরও দাবি, এই জোটের দু’টি উদ্দেশ্যে ৷ প্রথমত পরিবারকে রক্ষা করা ও তাদের সম্পত্তি বাঁচানো ৷ এই প্রসঙ্গেই তিনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা ও এমকে স্ট্যালিনের মতো নেতাদের নাম করে দাবি করেন যে এই নেতারা শুধু নিজেদের পরিবার ও সম্পত্তি বাঁচাতে এই জোট তৈরি করেছে ৷

সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন ৷ সেই সূত্র ধরেই বিরোধীদের সমালোচনা করেন ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উন্নত ভারত তৈরির জন্য কাজ করছেন ৷ যুব, কৃষক ও মহিলাদের ক্ষমতায়ন করছেন এবং দারিদ্র্য দূর করছেন ৷ সেই সময় বিরোধীরা মোদিকে সরানোর দাবিতে সরব হয়েছেন ৷

তিনি বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ অধিকাংশ বিরোধীরা নেতারাই যে সিবিআই অথবা ইডির তদন্তের মুখোমুখি হচ্ছেন, সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি দুর্নীতি ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন ৷ পাশাপাশি উল্লেখ করেন যে, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিও দুর্নীতি অভিযুক্ত৷ তাঁরা এখন জামিনে মুক্ত রয়েছেন ৷

তাঁর আরও দাবি, নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির জন্য দেশের সব অংশের মানুষ উন্নয়নে অংশীদার হতে পড়েছেন ৷ তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর কাছে দেশের প্রধান চারটি জাতি হল গরিব, যুব সম্প্রদায়, কৃষক ও মহিলারা ৷ প্রত্যেকের উন্নতির জন্য সরকার কাজ করছে ৷

নাড্ডার দাবি, সেই কারণে বিরোধীদের হাতে সরকারের বিরুদ্ধে কোনও অস্ত্র নেই ৷ তাই তারা বিভাজনের রাজনীতি করতে চাইছেন ৷ এই প্রসঙ্গেই তিনি তোলেন রাহুলের জাতিগণনার দাবিকে ৷ তাঁর দাবি, পিছিয়ে পড়াদের ক্ষমতায়নের জন্য কী কী প্রয়োজন, সেই রিপোর্ট প্রকাশ্য়েই আসতে দেয়নি ৷ মোদিই ওবিসিদের জন্য কাজ করছে বলে দাবি করেছেন নাড্ডা ৷

নাড্ডা দলের যুব শাখার সদস্যদের বলেন, "অবস্থা যাই হোক না কেন, আপনাকে রাজনৈতিক হতে হবে । আপনাকে বুঝতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ ৷ ভারতের তরুণ জনসংখ্যা দেশের জন্য একটি সম্পদ, শক্তির উৎস ও ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য মোদির সংকল্প পূরণে সহায়ক হবে ৷’’

তিনি আইআইটি, আইআইএম, এআইআইএমএস ও অন্যান্য প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছেন ৷ জানিয়েছেন যে মোদি সরকারের অধীনে তরুণদের সুযোগের ক্ষেত্রে দেশ এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে । নাড্ডা আরও জানান, বিজেপি আগামী 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবসে এক কোটি নতুন ভোটার দলে নেওয়ার লক্ষ্য নিয়েছে ৷ সেদিন প্রধানমন্ত্রী মোদিও ভাষণ দেবেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেহের বশবর্তী হয়ে গঙ্গাসাগরের পথে যোগীরাজ্যের তিন সাধুকে মারধর, গ্রেফতার 12
  2. পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের
  3. বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সন্দেশখালি প্রসঙ্গে মমতাকে তোপ অনুরাগের
Last Updated : Jan 13, 2024, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details