মুম্বই, 3 জুলাই: ফের জয় শিন্ডে-ফড়ণবীসের ৷ মহারাষ্ট্রের স্পিকার নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী রাহুল নারভেকর ৷ তাঁকে মনোনীত করেছিল শিন্ডে-ফড়ণবীস ৷ নারভেকরের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের অনুগামী রাজন সালভি ৷ নারভেকর তাঁর পক্ষে 164টি ভোট পেয়েছেন । বিপক্ষে পড়েছে 107টি ভোট (BJP candidate Rahul Narwekar elected as the Maharashtra Legislative Assembly Speaker) ৷
নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাহুল নারভেকর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ৷ বিধানসভায় 'জয় ভবানী, জয় শিবাজী', 'জয় শ্রীরাম', 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দে মাতরম' ধ্বনিত হতে থাকে ৷ এরপর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, "বালাসাহেব ঠাকরের মতাদর্শ মেনে বিজেপি-শিবসেনা সরকার দায়িত্ব নিয়েছে ৷ আজ পর্যন্ত আমরা দেখে এসেছি, মানুষ বিরোধী দল থেকে সরকারের পক্ষে এসেছে ৷ তবে এবার সরকারে থাকা নেতারা বিরোধীতে যোগ দিয়েছে ৷"
এমভিএ সরকারে তাঁর মন্ত্রিত্বের কথা মনে করে শিন্ডে বলেন, "আমি নিজে মন্ত্রী ছিলাম ৷ আরও অনেক মন্ত্রীও সরকার ছেড়ে এসেছে ৷ আমার মতো একজন সাধারণ কর্মীর কাছে এটা বিশাল ব্যাপার ৷ আমি নিজেকে বালাসাহেব ঠাকরে এবং আনন্দ দিঘের আদর্শের কাছে উৎসর্গ করেছি ৷" এদিকে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস (Maharashtra Deputy CM Devendra Fadnavis) নব-নির্বাচিত স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, "একনাথ শিন্ডের নেতৃত্বে আমরা মহারাষ্ট্রের সব আকাঙ্খা পূরণ করার চেষ্টা করব ৷ আশা করি, আপনিও সহযোগিতা করবেন ৷"
আরও পড়ুন: আজই মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্রর, ডেপুটি শিন্ডে !