পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP on Satish Jarkiholi: ভারতের প্রাচীন সংস্কৃতির অপমান, ‘হিন্দু’ শব্দ নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের সমালোচনায় বিজেপি

কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি সতীশ জারকিহলির ‘হিন্দু’ শব্দ নিয়ে মন্তব্যের (Satish Jarkiholi Remarks on Hindu) সমালোচনায় সরব হল বিজেপি ৷ তাঁর এবং কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় প্রাচীন সংস্কৃতির অবমাননার অভিযোগ করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা কর্নাটক বিজেপি-র ইনচার্জ অরুণ সিং (BJP Arun Singh Slams Karnataka Congress President) ৷

BJP Arun Singh Slams Karnataka Congress President Satish Jarkiholi Remarks on Hindu
BJP Arun Singh Slams Karnataka Congress President Satish Jarkiholi Remarks on Hindu

By

Published : Nov 8, 2022, 1:46 PM IST

বেঙ্গালুরু, 8 নভেম্বর: ‘হিন্দু’ শব্দ নিয়ে কর্নাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি সতীশ জারকিহলির মন্তব্যের (Satish Jarkiholi Remarks on Hindu) তীব্র সমালোচনা করল বিজেপি ৷ কর্নাটক বিজেপি-র ইনচার্জ তথা জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতির ওই মন্তব্য ভারতের প্রাচীন সংস্কৃতিকে অপমান করেছে ৷

সোমবার বেলাগাভীর নিপান্নি এলাকায় 'হিন্দু' শব্দের উৎপত্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ জার্কিহলি (controversial comment of Congress MLA Satish Jarakiholi) ৷ যেখানে তিনি বলেন, "হিন্দু শব্দের অর্থ অশ্লীল৷ আপনারা জানলে লজ্জা পাবেন ৷ এ নিয়ে চর্চা হওয়া উচিত ৷ শুধু তাই নয়, তিনি আরও বলেন,"হিন্দু শব্দটি এসেছে পারস্য (পার্সিয়া) থেকে ৷ তাহলে এর সঙ্গে ভারতের কী সম্পর্ক ? কীভাবে ‘হিন্দু’ আপনাদের হল ? হোয়াটসঅ্যাপ ও উইকিপিডিয়া খুলে দেখুন, শব্দটা আপনাদের নয় ৷ তাহলে কেন এই শব্দটাকে মাথায় তুলে রাখা হবে ? এর অর্থ ভয়াবহ ৷’’

কংগ্রেস বিধায়কের মন্তব্যের সমালোচনায় (BJP Arun Singh Slams Karnataka Congress President) বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বলেন, ‘‘কংগ্রেস সবসময় আমাদের প্রাচীন সংস্কৃতির অবমাননা করে এসেছে ৷ সতীশ জারকিহলি আমাদের সেই সংস্কৃতিকে অপমান করেছেন ৷ এটা তীব্র নিন্দাজনক বিষয় ৷ মানুষ এর যোগ্য জবাব দেবে ৷

সতীশ জারকিহলির এই মন্তব্যের পরেই কর্নাটক কংগ্রেসকে একহাত নেয় বিজেপি ৷ আর এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে অরুণ সিং আবেদন করেছেন, সতীশ জারকিহলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ৷ অরুণ সিং বলেন, ‘‘যদি কংগ্রেস জারকিহলি মন্তব্যের সঙ্গে সহমত পোষণ না-করে, তাহলে তারা দ্রুত তাঁকে বরখাস্ত করবে ৷ কংগ্রেস জারকিহলির মন্তব্য প্রসঙ্গে দূরত্ব বজায় রাখছে ৷’’

আরও পড়ুন:পারস্য থেকে এসেছে 'হিন্দু' শব্দ, যোগ নেই ভারতের সঙ্গে, বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের

যদিও, কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সোমবার জানান, জারকিহলির মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক এবং কংগ্রেস এর তীব্র নিন্দা করছে ৷ প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় সতীশ জারকিহলির সেই ভাষণের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ আর যা নিয়ে বিজেপি কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্যকে উস্কানিমূলক বলে সমালোচনা করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details