বেঙ্গালুরু, 8 নভেম্বর: ‘হিন্দু’ শব্দ নিয়ে কর্নাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি সতীশ জারকিহলির মন্তব্যের (Satish Jarkiholi Remarks on Hindu) তীব্র সমালোচনা করল বিজেপি ৷ কর্নাটক বিজেপি-র ইনচার্জ তথা জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতির ওই মন্তব্য ভারতের প্রাচীন সংস্কৃতিকে অপমান করেছে ৷
সোমবার বেলাগাভীর নিপান্নি এলাকায় 'হিন্দু' শব্দের উৎপত্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ জার্কিহলি (controversial comment of Congress MLA Satish Jarakiholi) ৷ যেখানে তিনি বলেন, "হিন্দু শব্দের অর্থ অশ্লীল৷ আপনারা জানলে লজ্জা পাবেন ৷ এ নিয়ে চর্চা হওয়া উচিত ৷ শুধু তাই নয়, তিনি আরও বলেন,"হিন্দু শব্দটি এসেছে পারস্য (পার্সিয়া) থেকে ৷ তাহলে এর সঙ্গে ভারতের কী সম্পর্ক ? কীভাবে ‘হিন্দু’ আপনাদের হল ? হোয়াটসঅ্যাপ ও উইকিপিডিয়া খুলে দেখুন, শব্দটা আপনাদের নয় ৷ তাহলে কেন এই শব্দটাকে মাথায় তুলে রাখা হবে ? এর অর্থ ভয়াবহ ৷’’
কংগ্রেস বিধায়কের মন্তব্যের সমালোচনায় (BJP Arun Singh Slams Karnataka Congress President) বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বলেন, ‘‘কংগ্রেস সবসময় আমাদের প্রাচীন সংস্কৃতির অবমাননা করে এসেছে ৷ সতীশ জারকিহলি আমাদের সেই সংস্কৃতিকে অপমান করেছেন ৷ এটা তীব্র নিন্দাজনক বিষয় ৷ মানুষ এর যোগ্য জবাব দেবে ৷