পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP Candidate List for Tripura: ত্রিপুরার 48 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির - ত্রিপুরা

48টি আসনের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করল ত্রিপুরা বিজেপি (BJP Candidate List) ৷ 16 ফেব্রুয়ারি মাসে ভোট ত্রিপুরায় (Tripura Assembly Election 2023) ৷ রাজ্য়ের বাকি 12টি আসনেও শীঘ্রই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে ৷

BJP announces Candidate List in 48 seats for Tripura Assembly Election 2023
প্রতীকী ছবি

By

Published : Jan 28, 2023, 1:03 PM IST

Updated : Jan 28, 2023, 1:29 PM IST

আগরতলা, 28 জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি (BJP Candidate List) ৷ মোট 60টি আসনের মধ্যে আপাতত 48টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ৷ শনিবার দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম প্রকাশ্যে আনা হয় ৷ একইসঙ্গে জানানো হয়, বাকি 12টি আসনেও শীঘ্রই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে ৷ এবং তারপরই সেই 12 জনের নাম ঘোষণা করা হবে ৷ দু'দিন আগেই বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি দীর্ঘ বৈঠক হয়। সেখানে বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী-সহ অন্য কয়েকজন নেতা। ওই বৈঠকেই প্রার্থী তালিকা একপ্রকার চূড়ান্ত হয়েছিল। পরে তা যায় দলের নির্বাচনী কমিটির কাছে ।

এদিন বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বরদোয়ালি কেন্দ্র থেকে ভোটে লড়বেন ৷ এছাড়া, অন্য় হেওয়েটদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে ধানপুর আসনে প্রার্থী করেছে বিজেপি ৷ উল্লেখ্য, শুক্রবারই বিজেপিতে যোগদান করেন মহম্মদ মবোশার আলি ৷ তিনি কৈলাশহর কেন্দ্র থেকে লড়াইয়ে নামার জন্য বিজেপির টিকিট পেয়েছেন ৷ অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বনমালীপুর আসনে বিজেপির প্রার্থী মনোনীত হয়েছেন ৷

আরও পড়ুন:তৃণমূলের নজরে ত্রিপুরা, সম্ভাব্য প্রার্থীতালিকায় নাম 129 জনের

উল্লেখ্য, ত্রিপুরা নিয়ে কোমর বেঁধেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ৷ দিন কয়েক আগেই তারা ঘোষণা করে, বিজেপিকে হঠাতে রাজ্য়ের 60টি আসনেই একলা লড়াই করবে তৃণমূল ৷ সেই মতো, ইতিমধ্যেই 129 জনের একটি সম্ভাব্য প্রার্থীতালিকা তৈরি করে দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে পাঠানো হয়েছে ৷ দলের দাবি, এই 129 জনের মধ্যে থেকেই 60টি আসনের জন্য 60 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে ৷

তবে, এসবের মধ্যেই ভোটমুখী ত্রিপুরায় বড় ধাক্কা খেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলকে ৷ ত্রিপুরায় তৃণমূলের অন্যতম প্রধান নেতা সুবল ভৌমিক শুক্রবারই বিজেপিতে যোগ দেন ৷ একইসঙ্গে গেরুয়াশিবিরে নাম লেখান সিপিএমের মহম্মদ মবোশার আলিও ৷ ইতিমধ্যেই দলবদলের পুরস্কার পেয়েছেন মবোশার ৷ তাঁকে কৈলাশহর কেন্দ্রে প্রার্থী মনোনীত করেছে বিজেপি ৷

Last Updated : Jan 28, 2023, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details