আগরতলা, 10 এপ্রিল: বিজেপি শাসিত ত্রিপুরায় আদিবাসী পরিষদের নির্বাচনে শোচনীয় হার বিজেপির ৷ গেরুয়া শিবির ও তাদের শরিকদের জোট ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাত্ আইপিএফটি-কে বিপুল ব্যবধানে হারিয়ে দিল নয়া জোট দ্য ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স অর্থাত্ টিপরা ৷ 28টি আসনের মধ্যে তারা জিতেছে 18টি আসনে ৷ আর বিজেপি ও তার শরিকরা পেয়েছে মাত্র 9টি আসন ৷ একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী ৷ আগের নির্বাচনে জেতা বামেরা ও কংগ্রেস একটিও আসনে জিততে পারেনি ৷
6 এপ্রিল হওয়া ভোটে জয়লাভ করেছে প্রদ্যোত্ মাণিক্য দেব বর্মণের নেতৃত্বাধীন টিপরা জোট ৷ নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসের সঙ্গে মতানৈক্য হওয়ায় গত সেপ্টেম্বরে দলের রাজ্য নেতৃত্বের প্রধানের পদ ছাড়েন বর্মণ ৷