পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমিকার বিয়ে আটকাতে লকডাউনে বিয়ে নিষিদ্ধ করার দাবি যুবকের - corona

প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে অন্য পুরুষের সঙ্গে ৷ তাই বিহারের মুখ্যমন্ত্রীকে লকডাউন চলাকালীন বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করলেন এক যুবক ! যার জবাব দিলেন যুবকেরই সেই প্রেমিকা ৷ গোটা ঘটনা নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের ৷

Bihar youth demanded to ban marriage in lockdown to prevent the marriage of the girl friend
প্রেমিকার বিয়ে আটকাতে লকডাউনে বিয়ে নিষিদ্ধ করার দাবি যুবকের

By

Published : May 19, 2021, 10:02 PM IST

পটনা, 19 মে : করোনার বাড়বাড়ন্তে ভারতের একাধিক রাজ্য় তাদের ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ৷ একই পথে হেঁটেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ৷ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বিহারে আগামী 25 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন তিনি ৷ সম্প্রতি টুইটারে নীতীশ লিখেছিলেন, লকডাউনের সুফল মিলছে ৷ সেই কারণেই তার মেয়াদ আরও 10 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল ৷

ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রীর কাছে এক আজব দাবি করে বসলেন এক যুবক ৷ পঙ্কজ কুমার নামে ওই যুবকের আবেদন, লকডাউনের এই সময়ে বিয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করা হোক ৷ পঙ্কজের এই আর্জি নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের ৷

মুখ্যমন্ত্রীর টুইটের উত্তরে এই তরুণ লিখেছেন, ‘‘স্য়ার, আপনি কি বিয়ের উপরও আপাতত নিষেধাজ্ঞা জারি করতে পারবেন ? তাহলে আগামী 19 মে আমার প্রেমিকার বিয়েও আটকে যাবে ৷ আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ৷ ’’

আরও পড়ুন :তেলাঙ্গানায় লকডাউনের সময়সীমা বেড়ে 30 মে

মজার বিষয় হল, পঙ্কজের এই টুইটের জবাব দিয়েছেন তাঁর সেই প্রেমিকা ৷ তিনি পঙ্কজের টুইটের প্রেক্ষিতে লেখেন, ‘‘যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, পূজার সঙ্গে কথা বলা শুরু করেছিলে, আমি খুব কেঁদেছিলাম ৷ আজ আমি আনন্দের সঙ্গেই বিয়ে করছি ৷ তাই দয়া করে এসব কোরো না ৷ তবে পঙ্কজ, আমি যাঁকেই বিয়ে করি না কেন, আমার হৃদয়ে চিরকাল তুমিই থাকবে ৷ দয়া করে আমার বিয়েতে এসো ৷ আমার ভাল লাগবে ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details