পটনা, 12 অগস্ট : রাখি বন্ধনের দিন মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল বিহার সরকার ৷ সূত্রের খবর, রাখি পূর্ণিমা উপলক্ষে রাজধানী পটনায় 24 ঘণ্টার জন্য এই পরিষেবা দেওয়া হবে ৷ যার মাধ্যমে বিনামূল্যে বাসে সফর করতে পারবেন মহিলারা ৷ আগামী 22 অগস্ট রাখি ৷ তাই 21 অগস্ট মধ্যরাত থেকে 22 অগস্ট মধ্যরাত পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা সচল থাকবে ৷
আরও পড়ুন :Himachal landslide : হিমাচলে ধসের ঘটনায় মৃত বেড়ে 13
রাজ্য়ের পরিবহণ মন্ত্রী শীলা কুমারী (Sheela Kumari) জানিয়েছেন, মহিলারা যাতে শহরের বাস পরিষেবা আরও বেশি করে ব্যবহার করেন, তার জন্যই বিহার রাষ্ট্রীয় সড়ক পরিবহণ নিগমের (Bihar state road transport corporation) তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাছাড়া, বেশ কিছু সংগঠনের তরফেও রাখি পূর্ণিমার দিন মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছিল ৷