পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গণনার আগে নীতীশের বিরুদ্ধে কারচুপির অভিযোগ RJD-র - বিহার নির্বাচন 2020

ভিডিয়োতে দেখা যাচ্ছে, EVM ও পোস্টাল ব্যালট নিয়ে একটি গাড়ি বিনা অনুমতিতে স্ট্রং রুমে প্রবেশের চেষ্টা করছে ।

vote manipulation against nitish kumar
নীতিশ কুমারের বিরুদ্ধে ভিডিয়ো পোস্ট

By

Published : Nov 10, 2020, 6:41 AM IST

পটনা, 10 নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের গণনা শুরুর আগেই নীতীশ কুমারের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলল রাষ্ট্রীয় জনতা দল (RJD) । গতকাল টুইটারে এক ভিডিয়ো পোস্ট করে তারা । ভিডিয়োতে দেখা যাচ্ছে বিহারের আরা-তে EVM ও পোস্টাল ব্যালট নিয়ে একটি গাড়ি বিনা অনুমতিতে স্ট্রং রুমে ঢোকার চেষ্টা করছে ।

ভিডিয়ো পোস্ট করে RJD-র তরফে বলা হয়, "নীতীশ কুমার, আপনি এভাবে নির্বাচন জিততে পারবেন না । আমাদের দলের কর্মীরা একটি গাড়িকে থামাতে সক্ষম হয়েছে । বাকিগুলি পালিয়েছে । প্রশাসন এর সদুত্তর দিতে পারেনি ।"

আজ বিহারে ভোটগণনা । 3 হাজার 700 প্রার্থীর ভাগ্য আজই নির্ধারিত হবে । সেখানে তিন দফায় ভোটগ্রহণ হয় । 243টি আসনে প্রার্থীরা লড়াই করছেন । সকাল আটটা থেকে শুরু হবে গণনা ।

ABOUT THE AUTHOR

...view details