পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitish Challenges Modi : বিহারের সুশাসন দেশকে দেখাতে চান, মোদিকে চ্যালেঞ্জ নীতীশের - Arvind Kejriwal

বিজেপিকে (BJP) ছেড়ে ফের মহাজোটের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar) ৷ 2024 এ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চ্যালেঞ্জ জানাতে চান, এমন জল্পনা চলছে ৷ বৃহস্পতিবার দলের কার্যালয়ের বাইরে ব্যানার টাঙিয়ে সেই জল্পনাই বৃদ্ধি করল জেডিইউ (JDU) ৷

Bihar CM Nitish Kumar Challenges PM Narendra Modi through Party Banners
Nitish Challenges Modi : বিহারের সুশাসন দেশকে দেখা চান, মোদিকে চ্যালেঞ্জ নীতীশের

By

Published : Sep 1, 2022, 9:20 PM IST

Updated : Sep 2, 2022, 9:09 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : দশ বছর আগে এনডিএ (NDA) ছেড়ে বেরিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার জন্য ৷ দশ বছর পর তিনি আবার এনডিএ ছেড়েছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) মোদিকে চ্যালেঞ্জ জানাতেই তাঁর এই সিদ্ধান্ত ৷ গত কয়েকদিন ধরেই এই জল্পনা চলছে দেশের রাজনৈতিক মহলে ৷

বৃহস্পতিবার সেই জল্পনাই কার্যত উস্কে দিলেন নীতীশ কুমার (Nitish Kumar) ৷ এদিন বিহারের পাটনায় সংযুক্ত জনতা দল বা জেডিইউ (JDU)-এর প্রচারে কিছু ব্যানার টাঙানো হয়েছে ৷ যে ব্যানারে নীতীশের ছবি-সহ কিছু বার্তা দেওয়া হয়েছে ৷ সেই বার্তাগুলিকে পর পর সাজালে মোদিকে চ্যালেঞ্জের বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে ৷

কী রয়েছে সেই বার্তায়? একটি ব্যানারে লেখা, ‘‘জুমলা নয়, বাস্তব ৷’’ আরেকটিতে লেখা, ‘‘আশ্বাস নয়, সুশাসন ৷’’ তৃতীয়টিতে লেখা, ‘‘প্রদেশ দেখেছে, দেশ দেখবে ৷’’ অর্থাৎ বিহারে সুশাসনের মডেল এবার নীতীশ কুমার দেশকে দেখাতে চাইছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2005 সালে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার ৷ তখন তাঁর দল এনডিএ-র জোট শরিক ৷ ফলে বিজেপিও (BJP) বিহারের সরকারে ছিল ৷ 2010 সালে আবার ভোটে জিতে ক্ষমতা ধরে রাখেন নীতীশ ৷ 2012 সালে এনডিএ ছাড়েন ৷ তার পর বিজেপিকে ছাড়াই বিহারের সরকার চালিয়েছেন ৷

2014 (Lok Sabha Elections 2014) সালের লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ তার ঠিক পরের বছর বিজেপিকে ঠেকাতে কংগ্রেস (Congress) ও আরজেডির (RJD) সঙ্গে মহাজোট করেন নীতীশ ৷ ভোটে জিতে থেকে যান বিহারের মুখ্যমন্ত্রী পদে ৷

কিন্তু 2017 সালে মহাজোট (Bihar Mahagathbandhan) থেকে বেরিয়ে এসে ফের বিজেপির হাত ধরেন ৷ সরকারে থেকে যান ৷ 2020 সালের ভোটে বিজেপির সঙ্গেই ছিলেন তিনি ৷ তাঁর দল আসন সংখ্যার নিরিখে বিজেপির থেকে কম হলেও তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয় ৷

সম্প্রতি তিনি ফের বিহারের রাজনীতিতে পালাবদল ঘটিয়েছেন ৷ বিজেপিকে ছেড়ে ফিরেছেন মহাজোটে ৷ আরজেডি ও কংগ্রেসের সঙ্গে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন ৷

কেন তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করলেন ? এই প্রশ্নের উত্তরে তখনই জেডিইউয়ের অনেক নেতা বলেছিলেন যে বিহারে নীতীশের আগে জঙ্গলরাজ চলত ৷ সেখান থেকে বিহারকে সুশাসনের রাস্তায় নিয়ে এসেছেন নীতীশ ৷ তাই এবার তিনি বিরোধীদের মুখ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাবেন ৷

বৃহস্পতিবার জেডিইউয়ের পোস্টার দেখে সেটাই স্পষ্ট হচ্ছে ৷ রাজনৈতিক মহলের মতে, নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ভাবমূর্তিকে ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে ৷ সেই লড়াইয়ে তিনি জিতেওছেন ৷ এবার সেই কৌশলই নিতে চলেছেন নীতীশ ৷

যদিও তাঁর এই লড়াই সহজ নয় ৷ কারণ, মোদি বিরোধী মুখ গোটা দেশে আরও অনেক আছে ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এনসিপির শরদ পাওয়ার (Sharad Pawar), আপের অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আর কংগ্রেসের রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ ফলে বিরোধীদের মধ্য থেকে নীতীশ কি শীর্ষে উঠে আসতে পারবেন মোদি বিরোধী হিসেবে, আপাতত এটাই দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন ৷

আরও পড়ুন :আজ বিহারে মহাগঠবন্ধন, দুপুরে শপথ নীতীশ-তেজস্বীর

Last Updated : Sep 2, 2022, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details