কলকাতা, 1 সেপ্টেম্বর : দশ বছর আগে এনডিএ (NDA) ছেড়ে বেরিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার জন্য ৷ দশ বছর পর তিনি আবার এনডিএ ছেড়েছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) মোদিকে চ্যালেঞ্জ জানাতেই তাঁর এই সিদ্ধান্ত ৷ গত কয়েকদিন ধরেই এই জল্পনা চলছে দেশের রাজনৈতিক মহলে ৷
বৃহস্পতিবার সেই জল্পনাই কার্যত উস্কে দিলেন নীতীশ কুমার (Nitish Kumar) ৷ এদিন বিহারের পাটনায় সংযুক্ত জনতা দল বা জেডিইউ (JDU)-এর প্রচারে কিছু ব্যানার টাঙানো হয়েছে ৷ যে ব্যানারে নীতীশের ছবি-সহ কিছু বার্তা দেওয়া হয়েছে ৷ সেই বার্তাগুলিকে পর পর সাজালে মোদিকে চ্যালেঞ্জের বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে ৷
কী রয়েছে সেই বার্তায়? একটি ব্যানারে লেখা, ‘‘জুমলা নয়, বাস্তব ৷’’ আরেকটিতে লেখা, ‘‘আশ্বাস নয়, সুশাসন ৷’’ তৃতীয়টিতে লেখা, ‘‘প্রদেশ দেখেছে, দেশ দেখবে ৷’’ অর্থাৎ বিহারে সুশাসনের মডেল এবার নীতীশ কুমার দেশকে দেখাতে চাইছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2005 সালে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার ৷ তখন তাঁর দল এনডিএ-র জোট শরিক ৷ ফলে বিজেপিও (BJP) বিহারের সরকারে ছিল ৷ 2010 সালে আবার ভোটে জিতে ক্ষমতা ধরে রাখেন নীতীশ ৷ 2012 সালে এনডিএ ছাড়েন ৷ তার পর বিজেপিকে ছাড়াই বিহারের সরকার চালিয়েছেন ৷
2014 (Lok Sabha Elections 2014) সালের লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ তার ঠিক পরের বছর বিজেপিকে ঠেকাতে কংগ্রেস (Congress) ও আরজেডির (RJD) সঙ্গে মহাজোট করেন নীতীশ ৷ ভোটে জিতে থেকে যান বিহারের মুখ্যমন্ত্রী পদে ৷