মুজাফফরপুর, 16 সেপ্টেম্বর: দিনকয়েক আগে হওয়া নৌকাডুবির ঘটনায় পাঁচজন যাত্রীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল ৷ এছাড়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷ তাঁর দেহও শুক্রবার উদ্ধার করা গিয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ গত বৃহস্পতিবার বিহারের মুজাফফরপুর জেলার গাইঘাটের ভাতগামায় ওই নৌকাডুবির ঘটনাটি ঘটে ৷ নৌকাতে 30 জন যাত্রী ছিলেন ৷ প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে এখনও নিখোঁজ পাঁচজন৷ তাঁদের সন্ধান চলছে ৷
পুলিশ জানিয়েছে, এনডিআরএফ ও এসডিআরএফ গত তিনদিন ধরে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে ৷ উদ্ধার কাজে সরাসরি নজর রাখছেন স্থানীয় জেলাশাসক পবন কুমার ৷ তিনি জানিয়েছেন, মধুরপট্টি ঘাটের কাজে বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে ৷ 30 জনের মধ্যে 20 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ পাঁচ যাত্রীর দেহ উদ্ধার হয়েছে ৷ বাকি পাঁচজনের সন্ধান চলছে ৷
শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল থেকে 3-4 কিলোমিটার দূরে পাগাদিহ গ্রামের পাশে নদীর তীরে এক শিশুর দেহ উদ্ধার হয় ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের নাম আজমত ৷ বছর পাঁচেকের ওই শিশু স্থানীয় মধুরপট্টির বাসিন্দা মহম্মদ নওশাদের ছেলে ৷ তিনিই ছেলের দেহ সনাক্ত করেন ৷ এর পর এলাকায় ক্ষোভ ছড়ায়৷ স্থানীয়দের অভিযোগ, ঠিকমতো খোঁজ চালাচ্ছে না উদ্ধারকারীরা ৷ সেই কারণে উদ্ধার অভিযানে এনডিআরএফের সঙ্গে সামিল হন এলাকার মানুষও ৷