পটনা (বিহার), 28 জানুয়ারি:রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির (RRB NTPC Students Bihar Bandh) অভিযোগে আজ বিহারে বনধ পালন (Bihar Bandh Today) করছে ছাত্র ও যুব সংগঠনগুলি ৷ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA Bandh) ও অন্যান্য যুব সংগঠনের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও ৷ বনধের সমর্থনে রাস্তায় নামবে বিহারের মহাগঠবন্ধনের সব দল ৷ পাশে আছে জন অধিকার পার্টির সব শাখাও ৷ ছাত্র সংগঠন ইনকিলাবি নওজোয়ানও এই বনধকে সমর্থন করেছে ৷
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি প্রথম পরীক্ষার ফলাফলে দুর্নীতি ছাড়াও বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, মামলা করা ও গ্রেফতারির বিরুদ্ধেও সরব (RRB NTPC Protest) হয়েছেন বনধ সমর্থকরা ৷ বিক্ষুব্ধ ছাত্রদের প্রতি সরকার যে অবস্থান নিয়েছে, তার বিরোধিতা করে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মহাজোটের সব দল ৷ বিহার বনধকে (Bihar Bandh live Update) সমর্থনের কথা জানিয়ে আরজেডি-র রাজ্য সভাপতি জগদানন্দ সিং হুঁশিয়ারি দেন সরকারকে ৷
আরজেডি, কংগ্রেস, সিপিআই ও সিপিআইএম যৌথ বিবৃতিতে (railway Student Protest live news) জানিয়েছে, "দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যুব রয়েছেন বিহারে ৷ আর এখানেই বেকারত্বের হার সর্বাধিক ৷ কেন্দ্র ও বিহার সরকার ছাত্রদের সঙ্গে প্রতারণা করছে ৷"