ভরতপুর, 17 ফেব্রুয়ারি:হরিয়ানায় এসইউভি-তে উদ্ধার দুই যুবকের অগ্নিদগ্ধ মৃতদেহ (Charred Bodies Recovered)৷ রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় মন্ত্রীর হস্তক্ষেপের পর মামলা দায়ের হল ৷ বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানি জেলার লোহারুতে একটি এসইউভি-তে উদ্ধার হয় দুই যুবকের মৃতদেহ ৷ হরিয়ানার মন্ত্রী জাহিদা খানের হস্তক্ষেপের পরে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ ওই ঘটনার পরে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী (Bhiwani charred bodies case)।
নিহতদের পরিবার জানায়, গোপালগড় থানার পুলিশ প্রথমে এই ঘটনায় মামলা করতে অস্বীকার করে । মন্ত্রী জাহিদা খান এ ব্যাপারে হস্তক্ষেপ করার পর মামলা দায়ের করা হয় বলে পরিবার জানিয়েছে । পুলিশের শীর্ষ আধিকারিকরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাতারাতি মেওয়াতে পৌঁছে যান ৷ শুক্রবার শেষকৃত্যের জন্য নিহত দুজনের মৃতদেহ তাঁদের গ্রামে আনা হয় ।
এ দিকে, এই খুনে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত বজরং দলের স্থানীয় শাখার নেতা মনু মানেসার ৷ এক ভিডিয়ো বিবৃতিতে মনু ঘটনার নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান । ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।