নয়াদিল্লি, 22 নভেম্বর: বিভিন্ন প্রি-পেড প্ল্যানে 20 থেকে 25 শতাংশ হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতী এয়ারটেল (Bharti Airtel announces Its Prepaid Tariffs Hikes) ৷ বর্ধিত এই দাম 26 নভেম্বর থেকে লাগু হবে ৷ ট্যারিফ ভয়েস প্ল্যান, অর্থাৎ টক টাইম, আনলিমিটেড ভয়েস প্ল্যান এবং ডেটা টপ-আপ (ইন্টারনেট পরিষেবা) এর দামও একই হারে বাড়বে ৷
সেক্ষেত্রে প্রাথমিক ভয়েস প্ল্যান অর্থাৎ, ভয়েস কলের ন্যূনতম রিচার্জের দাম 25 শতাংশ হারে বাড়বে ৷ আর আনলিমিটেড ভয়েস কলের দাম অধিকাংশ ক্ষেত্রে 20 শতাংশ বাড়বে ৷ সুনীল মিত্তলের নেতৃত্বাধীন টেলিকম সংস্থা তাদের ডেটা টপ-আপের দামও 20 থেকে 21 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (Bharti Airtel announced raising prepaid tariffs) ৷ একটি বিবৃতি প্রকাশ করে পরিবর্তিত এই মোবাইল ট্যারিফের দাম নিয়ে ভারতীয় এয়ারটেল সংস্থা জানিয়েছে, এয়ারটেল সবসময় তাদের মোবাইল কানেকশন ব্যবহারকারী গ্রাহক ন্যূনতম প্রতি গড় আয় যাতে 200 টাকা হয় ৷ সেই সঙ্গে মূলধনের উপর যুক্তিসঙ্গত আয় 300 টাকা পর্যন্ত করতে হচ্ছে ৷ যাতে আর্থিকভাবে স্বাস্থ্যকর ব্যবসা চালিয়ে যাওয়া যায় ৷