পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শহিদ BSF জওয়ানকে শেষশ্রদ্ধা শ্রীনগরে - জওয়ানকে শেষ শ্রদ্ধা শ্রীনগরে

শুক্রবার পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন ভারতীয় জওয়ান রাকেশ দোভাল । তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হল শ্রীনগরে । তাঁর দেহ দেরাদুনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।

Wreath laying ceremony of BSF soldier held in Srinagar
Wreath laying ceremony of BSF soldier held in Srinagar

By

Published : Nov 15, 2020, 5:13 PM IST

হামহামা (শ্রীনগর), 15 নভেম্বর : 1011 BSF-র সশস্ত্র বাহিনীর জওয়ান SI (GD) রাকেশ দোভাল শুক্রবার শত্রুপক্ষের গুলিতে শহিদ হন । তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হল শ্রীনগরে । রাকেশ তাঁর কর্তব্যের খাতিরে মহৎ ত্যাগ স্বীকার করেছেন । বললেন আধিকারিকরা ।

হামহামায় রাকেশকে শেষ শ্রদ্ধা জানান কাশ্মীর ফ্রন্টিয়ার BSF-র ইন্সপেক্টর জেনেরাল ড. রাজেশ মিশ্র। তাঁরই নেতৃত্বে পুষ্প স্তবক দিয়ে রাকেশকে শ্রদ্ধা জানানো হয় । শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BSF-র আধিকারিকরা, অধস্তন আধিকারিক এবং কাশ্মীর ফ্রন্টিয়ার ও অন্য বাহিনীসহ প্রশাসন আধিকারিকরা ।

13 নভেম্বর নিয়ন্ত্রণ রেখায় হঠাৎ করে পাকিস্তানি সেনারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে । বেসামরিক অঞ্চলগুলিকে লক্ষ্য করে একের পর এক মর্টার ও অন্যান্য যুদ্ধাস্ত্রের দ্বারা আঘাত হানে । ওই স্থানে ছিলেন রাকেশ দোভাল । সেই সময় শত্রুদের হানায় নওগাঁ সেক্টরে প্রচুর ক্ষয়ক্ষতি হয় । গুলির লড়াইয়ের সময় দুপুর 1টা 15 নাগাদ গুলিবিদ্ধ হন রাকেশ ।

তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় । রাকেশ দোভাল 2004 সালে নিরাপত্তারক্ষী বাহিনীতে যোগ দেন । উত্তরাখণ্ডের দেরাদুনে তাঁর পরিবার রয়েছে । বাবা-মা, স্ত্রী এবং এক মেয়ে রয়েছে তাঁর পরিবারে । স্থানীয় এক সংবাদপত্রে প্রকাশিত হয়, রাকেশ দোভালের হামহামায় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে । তারপরই তাঁর দেহ দেরাদুনের বাড়িতে পাঠানো হবে । সহকর্মীরা তাঁদের সাহসী যোদ্ধাকে সম্মান জানান, তাঁদের কথায়, রাকেশের দেশের জন্য এই ত্যাগ অবিস্মরণীয় ।

ABOUT THE AUTHOR

...view details