দিল্লি, 29 জুলাই : ঐতিহাসিক দিন । আম্বালার বিমানঘাঁটিতে রাফালের অবতরণের মুহূর্তে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটারে তিনি লেখেন, "ভারতীয় বায়ুসেনার জন্য এটি একটি ঐতিহাসিক দিন । ভারতের জন্য এক গর্বের মুহূর্ত এটা ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এই রাফাল যুদ্ধবিমানগুলি এক একটি গেম চেঞ্জার ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় বায়ুসেনা ও গোটা দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আজ টুইট করেন অমিত শাহ । টুইটারে অভিনন্দনবার্তায় তিনি লেখেন, "বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাশালী এই মেশিনগুলি আকাশপথে যে কোনও ধরনের চ্যালেঞ্জকে ব্যর্থ করতে সক্ষম । এই সর্বশক্তিধর রাফাল আমাদের আকাশপথের নিরাপত্তা সুনিশ্চিত করেতে বায়ুসেনাকে সাহায্য করবে ।"