দিল্লি, 23 জানুয়ারি : গালওয়ান সীমান্ত থেকে সেনা অপসারণ করবে না ভারত ৷ একমাত্র চিন নিজেদের সেনা সীমান্ত থেকে সরানো শুরু করলেই ভারত পদক্ষেপ করবে ৷ শুক্রবার এমনই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তবে, সরকার আলোচনার মাধ্য়মে সমাধান সূত্র বের করার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ পাশাপাশি সীমান্তে ভারতীয় সেনা তাদের পরিকাঠামো আরও উন্নত করছে বলে জানান তিনি ৷ এর প্রধান কারণ হিসেবে রাজনাথ বলেন, চিনের তরফে সীমান্তে বেশকিছু পদক্ষেপ করা শুরু হয়েছে ৷
শুক্রবার এক সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ বলেন, ‘‘সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না ৷ ভারত সীমান্ত থেকে সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে ৷’’ ওই সংবাদ মাধ্য়মের তরফে প্রকাশ করা তথ্য় অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না ৷ কোনদিন আলোচনা হবে তা আগে থেকে বলা যায় না বলে জানিয়েছেন রাজনাথ সিং ৷