জয়পুর, 14 মে : শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে নগ্ন অবস্থায় থানায় যাচ্ছে যুবতি । রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি লোকজন তাঁকে জামাকাপড় দিয়ে সাহায্য করার বদলে মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত । ঘটনাটি রাজস্থানের চুরু জেলার বিদাসারের ।
আদতে মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা ওই যুবতির শ্বশুরবাড়ি চুরুতে । স্বামী অসমে দিনমজুরের কাজ করে । যুবতির অভিযোগ, স্বামীর অবর্তমানে তার ননদ ও শাশুড়ি অত্যাচার করত । শনিবার ফের তাদের সঙ্গে যুবতির ঝগড়া লাগে। অভিযোগ, যুবতিকে মারধর করে তার শাশুড়ি ও ননদ । তার জামাকাপড় ছিঁড়ে দেয়। এরপরই নগ্ন অবস্থায় থানায় অভিযোগ জানাতে যায় যুবতি । থানায় স্থানীয় পুলিশ আধিকারিক যুবতিকে শরীর ঢাকার জন্য প্রথমে একটি বেডশিট দেয়। তারপর তাঁর অভিযোগ নেয়। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।