পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লালকেল্লা সংলগ্ন এলাকায় রাজ্যের যুবতিকে ধর্ষণ, গ্রেপ্তার ব্যক্তি - ধর্ষণ কান্ড

দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গের এক যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Rape behind red fort

By

Published : Jul 29, 2020, 1:50 AM IST

দিল্লি, 28 জুলাই: লালকেল্লার পিছনে একটি পার্কে যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই যুবতি পশ্চিমবঙ্গের বাসিন্দা । কাজের খোঁজে ছ'মাস আগে দিল্লি আসেন তিনি । কিন্তু কোথাও কাজ না পাওয়ায় লালকেল্লার কাছে ফুটপাথেই থাকতে শুরু করেন ।

ফুটপাথে থাকার সুযোগ নিয়েই লালকেল্লার পিছনে একটি পার্কে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । এরপর থানায় অভিযোগ দায়ের করা হয় । সেই সূত্র ধরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

ওই যুবতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details