দান্তেওয়াড়া, 8 মার্চ : অন্তঃসত্ত্বা ছিলেন ৷ তবুও কঠোর পরিশ্রম করেছেন ৷ কখনও জঙ্গলে টহল দিয়ে ৷ কখনও প্রায় 8 থেকে 10 কিলো ভারী ব্যাগপ্যাক কাঁধে নিয়ে ৷ না, নিজের জন্য নয় ৷ দেশের জন্য ৷ সুনয়না প্যাটেল একজন মহিলা কমান্ডো ৷ কঠোর প্রশিক্ষণ ও পিছিয়ে না পড়ার মানসিকতা নিয়ে এভাবেই এগিয়ে চলেছেন সুনয়না ৷ ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নারীশক্তির এমনই উদাহরণ দেখা গেল ৷ আন্তর্জাতিক নারীদিবসে সুনয়নার গল্প সত্যিই অনুপ্রেরণা জোগায় ৷
সুনয়না ছত্তিশগড়ের সবথেকে বেশি মাওবাদী প্রভাবিত অঞ্চল দান্তেওয়াড়ায় এলিট ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ডের অন্যতম ফাইটার ৷ তবে বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে যথাযথ বিশ্রামের জন্য বলেছেন ৷ সংবাদসংস্থার প্রশ্নের উত্তরে সুনয়না বলেন, "আমি যখন এই ইউনিটে যোগ দিই, তখন আমি 2 মাসের গর্ভবতী ছিলাম ৷ আমি আমার সমস্ত কর্তব্য পালন করেছি ৷ তবে এখন আমার ঊর্ধ্বতন আমায় যথাযথ বিশ্রামের জন্য বলেছেন ৷" তিনি আরও বলেন, "আজও যদি আমায় বলা হয়, আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আবারও কাজ করব ৷" সুনয়না এখন আট মাসের অন্তঃসত্ত্বা ৷ যদিও এখনও কাজ করে চলেছেন তিনি ৷ তবে তুলনামূলক অনুকূল পরিবেশে ৷