হায়দরাবাদ, 22 অগাস্ট : কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে । 139 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তেলাঙ্গানার বছর 25-এর ওই নির্যাতিতা ।
139 জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ যুবতির, 42 পাতার FIR ! - 42 পাতার FIR
বিগত কয়েক বছরে বিভিন্ন জায়গায় 139 জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তেলাঙ্গানার যুবতির । প্রাক্তন স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ । 42 পাতার FIR দায়ের ।
2009 সালের জুনে বিয়ে হয় ওই যুবতির । অভিযোগ, বিয়ের তিন মাস পর থেকেই তাঁর ওপর শারীরিক নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকেরাই । সহ্য করতে না পেরে একবছরের মধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা করেন যুবতি । 2010-এর ডিসেম্বরে বিবাহবিচ্ছেদও হয়ে যায় তাঁর । পরে পড়াশোনা চালিয়ে যেতে চাইলে সেক্ষেত্রেও তাঁকে একাধিক হুমকি ও যৌন হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ । প্রাক্তন স্বামীর পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ মোট 139 বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন যুবতি ।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার একাধিক ধারায় একটি মামলা দায়ের হয়েছে । 42 পাতার FIR নিয়েছে পাঞ্জাগুট্টা থানার পুলিশ । পাঞ্জাগুট্টা থানার এক পুলিশকর্তা জানিয়েছেন, শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যুবতিকে । একাধিক হুমকির ভয়ে পুলিশে অভিযোগ জানাতে দেরি করেন ওই নির্যাতিতা ।